ফতুল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী রোমানা আক্তার (২৪)কে ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ পাওয়া গেছে স্বামী রাজু আহমেদ রাতুল (৩০) এর বিরুদ্ধে। সোমবার (১৪ মে) সকালে পশ্চিম দেলপাড়া এলাকার আহসান উল্লাহর ভাড়াটিয়া বাসায় এঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানায়, রাজু ও রোমানার সাথে প্রায় সময়ই সময় ঝগড়া বিবাদ হতো। রোববার রাতেও ঝগড়া হয়। এক পর্যায়ে সোমবার ভোরে রোমানাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। পরে রোমানাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে তার মৃত্যু ঘটে। ঘটনার পর রাজু পালানোর সময় আশপাশের লোকজন তাকে আটক করে পুলিশে দেয়।
নিহত রোমানা ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকার রবিউল মিয়ার মেয়ে। আটক স্বামীর নাম রাজু আহমেদ রাতুল রাজধানী ঢাকার ধোলাইখাল এলাকার খালেক মিয়ার ছেলে ও গাড়ির যন্ত্রাংশ বিক্রয় ব্যবসায়ী। তাদের সাত বছর বয়সের তাদের একটি পুত্র সন্তান রয়েছে। ৮ বছর পূর্বে রোমানার সঙ্গে রাজুর বিয়ে হয়।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের জানান, রোমানার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। রাজুকে আটক করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৪৪:৩২ ৩৩০ বার পঠিত