সুবিধাবঞ্চিত মানুষের সেবায় আজীবন কাজ করব: দোলন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুবিধাবঞ্চিত মানুষের সেবায় আজীবন কাজ করব: দোলন
সোমবার, ১৪ মে ২০১৮



---সুবিধাবঞ্চিত মানুষের সেবায় আজীবন কাজ করে যাওয়ার অঙ্গীকার করেছেন ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী আরিফুর রহমান দোলন। এছাড়া সংসদ সদস্য হলে বা না হলে মানুষের সেবায় নিয়োজিত থাকার ক্ষেত্রে কোনো পার্থক্য হবে না বলে জানান তিনি।

সোমবার সকালে ফরিদপুরের বোয়ালমারী জেলা পরিষদ মিলনায়তনে সমাজসেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত গরিব মানুষের জন্য বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধনের সময় এসব কথা বলেন ফাউন্ডেশন চেয়ারম্যান দোলন।

নিজের জন্মদিনে এই সেবার আয়োজন করলেন কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি। বলেন, ‘কাঞ্চন মুন্সি ফাউন্ডেশন আজকে যে উদ্যোগ নিয়েছে এটা প্রথম বা শেষ না, আমরা এরকম উদ্যোগ বারবার নেব।’

ফাউন্ডেশনের উদ্যোগে এর আগে কুমারখালীতেও চক্ষু শিবিরের আয়োজন করা হয়। সেখানে ৩০ জনের চোখে অস্ত্রোপচার করা হয়েছিল। সে কথা উল্লেখ করে দোলন বলেন, ‘এখানে যদি ৫০ জনেরও করান লাগে তাও করাব।’ ‘ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনাদের সে চিকিৎসা প্রয়োজন, আমরা সে সেবা নিশ্চিত করব। আপনারা সহযোগিতা করবেন যেনো ভবিষ্যতে আপনাদের এ ধরনের সেবা দিতে পারি।’

বোয়ালমারীতে আগামী এক মাসের মধ্যে এরকম আরও একটি উদ্যোগ নেয়ার কথা জানিয়ে দোলন বলেন, ‘এবং এটি চলতেই থাকবে।’

ফরিদপুর আওয়ামী লীগের নির্বাহী কমিটির এই সদস্য তার রাজনৈতিক চেতনার কথাও তুলে ধরেন এই আয়োজনে। বলেন, ‘সাধারণ মানুষের জন্য কাজ করা হচ্ছে আওয়ামী লীগের রাজনীতি। বঙ্গবন্ধুর আদর্শ হচ্ছে এটি, শেখ হাসিনার আদর্শও তাই।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে ইঙ্গিত করে দোলন বলেন, ‘আগামীতে এমন একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের সামনে হাজির হতে পারে যিনি নিজেকে জনগণের সেবক হিসেবে আপনাদের মাঝে উপস্থাপন করে। আমি যেন সারা জীবন মানুষের সেবক হিসেবে আপনাদের মাঝে কাজ করতে পারি এ দোয়া করবেন।’

‘আমরা জনগণের সেবা নিশ্চিত করতে চাই। যিনি বা যারা জনগণের প্রতিনিধি হবেন তারা যেনো নিজেকে মনিব হিসেবে বিবেচনা না করে জনগণের সেবক হিসেবে নিজেকে মনে করেন সে আশা।’

‘আমি বলি, জনগণ হচ্ছে মনিব, আর যারা জনপ্রতিনিধি তারা হচ্ছে সেবক বা চাকর। আমি কখনও নিজেকে মনিব হিসেবে দেখতে চাই না। কোনো জনপ্রতিনিধি যেন মনিব হয়ে আপনাদের ওপর চড়াও হতে না পারে সেদিকে খেলাল রাখবেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের সবচেয়ে বড় সেবক উল্লেখ করে দোলন বলেন, ‘কখনও কখনও দেখি কিছু জনপ্রতিনিধি নিজেকে মনিব হিসেবে প্রতিষ্ঠিত করতে চান। আর তখনই জনগণ সেবা থেকে বঞ্চিত হয়, নির্যাতিত হয়।’

বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী হাসপাতাল ব্যাবস্থাপনা কমিটিতে গত নয় বছরে কী সেবা দেয়া হচ্ছে সে প্রশ্ন রেখে দোলন বলেন, ‘সেই জনপ্রতিনিধি ভবিষ্যতে কী সেবা দেবেন এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে গেলাম।’

ফরিদপুর জেলা পরিষদ সদস্য ও জেলা কৃষকলীগের সদস্য সচিব শেখ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান মৃধা লিটনের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বোয়ালমারী পৌর মেয়র মোজাফফর হোসেন বাবলু মিয়া, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম ছরোয়ার মৃধা, বোয়ালমারী উপজেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার আবদুর রশিদ, জেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান সোহেল, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল আলীম মোল্যা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খশরু প্রমুখ।

বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় শিবিরটি পরিচালনা করেন- চক্ষু সার্জন অধ্যাপক রাহাত আনোয়ার চৌধুরী। সমন্বয়কারী ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের ফরিদপুর জেলা প্রতিনিধি সাজ্জাদ বাবু।

বাংলাদেশ সময়: ১৭:৫১:১৬   ৩৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ