আগামীতে প্রতিবন্ধী ও বয়স্কভাতা বৃদ্ধি করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » আগামীতে প্রতিবন্ধী ও বয়স্কভাতা বৃদ্ধি করা হবে - সমাজকল্যাণ মন্ত্রী
সোমবার, ২১ মে ২০১৮



---নিউজ২নারায়ণগঞ্জঃ সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দেশে বর্তমানে প্রায় ১
কোটি ৩০ লাখ বয়স্ক জনগোষ্ঠী রয়েছে। এদের মধ্যে অনেকেই অস্বচ্ছল,
অসহায়। দেশের এই অভিজ্ঞ জনগোষ্ঠীর কথা অবশ্যই সরকারের বিবেচনায়
রয়েছে। অন্যদিকে, সমাজের প্রতিবন্ধী ব্যক্তিরা এ দেশেরই নাগরিক। তাদেরকে
পিছনে ফেলে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। এই পিছিয়ে থাকা মানুষদের
জন্য সকলেরই এগিয়ে আসা উচিত।
মন্ত্রী আজ ঢাকায় সুইড বাংলাদেশ মিলনায়তনে রমনা থানা ও শাহবাগ
এলাকার প্রতিবন্ধী ও বয়স্ক জনগোষ্ঠীদের ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান
অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, প্রতিবন্ধী ও অসহায় বয়স্ক মানুষদের জন্য
সরকারের পক্ষ থেকে যে পরিমাণ ভাতা দেয়া হয় তা খুব সামান্য। তাদের জন্য এই
ভাতার পরিমাণ বৃদ্ধি করাটা এখন সময়ের দাবি। তাই, আগামী অর্থবছরে
প্রতিবন্ধী ও বয়স্ক নাগরিকদের জন্য বর্তমানে প্রদেয় ভাতার পরিমাণ বৃদ্ধি
করা হবে।

বাংলাদেশ সময়: ১৩:১৯:৩৫   ২৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বঙ্গবন্ধুর জীবন এক বৃহৎ মহাকাব্য - কৃষিমন্ত্রী
উন্নয়ন প্রকল্পগুলো লক্ষ্যমাত্রা অনুযায়ী বাস্তবায়নের তাগিদ কৃষিমন্ত্রীর
নীলফামারীর ডোমারে বিএডিসি’র খামার পরিদর্শন করেন কৃষিমন্ত্রী
তেলের পর বাজারে বেড়েছে চিনি ও আটার দাম
দেশ যত উন্নতই হোক কৃষির উন্নতি না হলে মানুষের আয় বাড়বে না - কৃষিমন্ত্রী
প্রকাশনা শিল্পের চ্যালেঞ্জ মোকাবেলায় মনোযোগী হওয়ার তাগিদ
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত দেশগুলোকে সহযোগিতা বৃদ্ধির আহ্বান কৃষিমন্ত্রীর
দেশে সেচ ব্যবস্থার উন্নয়নে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে - কৃষিমন্ত্রী
উৎপাদনশীলতা দ্বিগুণ করতে আরো উন্নত জাতের ধান উদ্ভাবন করতে হবে - কৃষিমন্ত্রী
কৃষিপণ্যের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে - বাণিজ্যমন্ত্রী

আর্কাইভ