নেতা বনলেই অনেক চাঁপা মারি আমরা - শামীম ওসমান

প্রথম পাতা » ছবি গ্যালারী » নেতা বনলেই অনেক চাঁপা মারি আমরা - শামীম ওসমান
সোমবার, ২১ মে ২০১৮



---নিউজ২নারায়ণগঞ্জঃ  নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জে হচ্ছে চাঁপাবাজের সংখ্যা বেশি। নেতা বনলেই অনেক চাঁপা মারি আমরা। এত চাপা মারি। কিন্তু আমি কাউকে দোষারোপ করছি না। কিন্তু আমার লজ্জা লাগে যে মহিলা কলেজে ঢুকতে গেলে পানি, লিংক রোডে একটা ড্রেন প্রয়োজন (যেখানে আমি টাকাও নিয়ে আসছি), এই ছোট্ট একটি রাস্তার জন্য পুলিশ পাগল হয়ে যাচ্ছে।

আমি সিটি কর্পোরেশনের কাছে অনুরোধ করি ‘প্লিজ ফর গড শেক’ আল্লাহর ওয়াস্তে মানুষগুলো সময়মত ইফতার করতে পারছে না । রাইফেল ক্লাবের দুইপাশে রাস্তার ড্রেনের কাজটা শেষ করে দিলেই হয় । মানে সিটি করপোরেশন যেটা করছে চাইলে সেটার আমি বাকি কাজটা করায় নিতে পারি।

সোমবার (২১ মে) সন্ধ্যায় নারায়ণগঞ্জ সরকারী তোলারাম কলেজের মূল ভবনে অনুষ্ঠিত বার্ষিক ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসকল কথা বলেন।

শামীম ওসমান আরো বলেন, সময় খুব অল্প। কিন্তু কাজ অনেক বেশি। খেয়াল রাখতে হবে আজকের দিন আর কালকের দিন যাতে সমান না যায়। আজকের থেকে যদি তোমার কালকের দিন যদি ভালো না যায় তাহলে তুমি ব্যর্থ। আজকে যে ভালো কাজটা করতে পারছো না সে ভালো কাজটা আগামীকাল করতে হবে। তাই আমাদের চেষ্টা করতে হবে। প্রতিনিয়ত পরিশ্রম করছি।
কালকের থেকে পানি নিষ্কাশন করতে পারতেছিনা। পাগলের মত চেষ্টা করতেছি। ১০ তলা, ২০ তলা দুইটা স্কুল নিয়ে আসছি। ফরটিজ হাসপাতাল বিশ্বের মধ্যে বেস্ট হাসপাতাল হাত পা ধরে নিয়ে আসছি। ওরা নারায়ণগঞ্জ শহরের মধ্যে একটা করছে। একটা ৫’শ শয্যার হাসাপাতাল করব। আমার নারায়ণগঞ্জে আমি সবচেয়ে বেশি হাসপাতাল ও সবচেয়ে সুন্দর হাসপাতাল গড়ে তুলব ইনশাআল্লাহ।

একটি বিশ্ববিদ্যালয় নিয়ে আসছি। বড়লোক একজন আছেন। মূলত পারমিশন নিতে হবে। সে তো করে না। তবে আমি চেষ্টা করছি। যাতে এ কাজটা হয়। সব কাজ আমরা পারবো না। তোমাদেরও করতে হবে।

ছাত্রলীগের কর্মীদের সাধুবাদ জানিয়ে শামীম ওসমান বলেন, সেদিন যানজট নিরসনে ছাত্ররা নেমেছে। তোমরা সবাই সেদিন কাজ করছো । আমি তাদের ধন্যবাদ জানাই। তোমরা কাজ করেছ আর যারা চাঁদা তুলে খায় তাঁরা আর পুলিশের একটা অংশ সাহায্যে করছে। আমি এখানে খোলাখুলি কথা বলছি।

কারণ এটা আমাদের শহর। আমাদেরই বাঁচায় রাখতে হবে। পড়াশুনা করলাম, নিজেরটা নিজে করে খেলাম। নিজেরটা তো নিজে করে কুকুরেও খায়। সবাই খায়। কিন্তু যে নিজে খায় এবং অন্যজনকে খাওয়ায় তারাইতো মানুষ।

এ সময় তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু চন্দন শীল, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, নারায়ণগঞ্জ কর্মাস কলেজের অধ্যক্ষ প্রফেসর শিরিন বেগম, নারায়ণগঞ্জ জেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল, নারায়ণগঞ্জ জেলা তাঁতী লীগের সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, যুব মহিলা আওয়ামীলীগের জেলা সভাপতি ইসরাত জাহান স্মৃতি, ফতুল্লা থানার ওসি মঞ্জুর কাদের, জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুর রহমান আজিজ, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক রাফেল প্রধান, জীবন কৃষ্ণ মোদকসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৩০:৪১   ৪১৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ