বেসরকারি এনজিও ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টারের (ভার্ক) টাকা আত্মসাতের অভিযোগে পলাতক সুপারভাইজারকে আটক করেছে তানোর থানা পুলিশ।
আটক সুপারভাইজার হলেন রাফিউল ইসলাম (৩০)। তিনি তানোর পৌর এলাকার আমশো গ্রামের ইসাহাক আলীর ছেলে। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে থানা থেকে আদালতে পাঠানো হয়েছে।
তানোর থানা এএসআই শরিফুল ইসলাম জানান, আটক রাফিউল ইসলাম ওয়ারেন্টভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোড় থেকে তাকে আটক করা হয়। রাফিউল নরসিংদী জেলার মাধবপুর থানায় ভার্ক এনজিও’র সুপারভাইজার ছিলেন। ২০১৭ সালে তার বিরুদ্ধে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ৩৮১ ধারায় মামলা হয়। সেই মামলার পলাতক আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে।
তানোর থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত রাফিউল ওয়ারেন্টভুক্ত আসামি। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩:০৫:৪৭ ৩৫২ বার পঠিত