দশম জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন বসছে আগামী ১২ নভেম্বর। ওইদিন বিকাল ৪টায় সংসদের বৈঠক বসবে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে অধিবেশন ডেকেছেন।
গত ১৪ সেপ্টেম্বর শেষ হয় সংসদের সপ্তদশ অধিবেশন। এক অধিবেশনে শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
অধিবেশন বসার দিন কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যাবলী ঠিক করা হয়।
বাংলাদেশ সময়: ১৮:১৬:৫০ ৩২২ বার পঠিত