নিউজ২নারায়ণগঞ্জঃ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী গ্রন্থাগারিক মোঃ ইকবাল এর নামাযে জানাজা আজ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। তিনি ২৭ মে চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করনে (ইন্নালিল্লাহি….রাজউেন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫১ বছর। মৃত্যুকালে তিনি দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জাতীয় সংসদের স্পীকারের পক্ষে সার্জেন্ট অ্যাট আর্মস ক্যাপ্টেন মোস্তাক আহমেদ, ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এমপি, চীফ হুইপ ও হুইপবৃন্দের পক্ষে অতিরিক্ত সচিব(এ.এস) মোঃ নুরুজ্জামান,সিনিয়র সচিবের পক্ষে অতিরিক্ত সচিব (আইপিএ)আ.ই.ম. গোলাম কিবরিয়া এবং কর্মকর্তা কর্মচারীদের পক্ষে নেতৃবৃন্দ মরহুমের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
মরহুমের জানাজায় সংসদ সচিবালয়ের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ শরিক হন।
এর আগে মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন মরহুমের সহকর্মীবৃন্দ।পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৩:৩৩:৩০ ৩৪৩ বার পঠিত