নিউজ২নারায়ণগঞ্জঃ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, বঙ্গবন্ধুর
সোনার বাংলা বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থীদের জীবনকে সুন্দরভাবে গড়ে
তুলতে হবে। রুটিনমাফিক পড়াশোনা আর পিতামাতা, গুরুজন, শিক্ষকদের আদেশ
উপদেশ মেনে চললেই এদেশ আদর্শের সোনার বাংলা হয়ে যাবে।
আজ ঈশ^রদীতে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে
বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ ও সাপ্তাহিক ঈশ্বরদির উদ্যোগে
কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী
এসব কথা বলেন। এর আগে মন্ত্রী শেরশাহ রোডে ঈশ্বরদির গণগ্রন্থাগার ও
ক্যামব্রিয়ান কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেন।
ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন কালজয়ী মহাপুরুষ।
শতবছরের ইতিহাস এবং আগামী শতকের বিষয়ে তাঁর ছিল স্বচ্ছ ধারণা। জাতির
পিতা বঙ্গবন্ধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বিশেষ ভূমিকা
রেখেছিলেন। কিন্তু পাকিস্তান সরকার সেই সময় তা বাস্তবায়ন হতে দেয়নি।
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দৃঢ়তা, নিষ্ঠা ও দক্ষতার সাথে রূপপুর
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্থাপন কাজ শুরু করেছেন এবং এর সফল বাস্তবায়নও
নিশ্চিত করবেন। প্রধানমন্ত্রী তাঁর পিতার পথ অনুসরণ করে বাঙালি জাতিকে
উচ্চতর আসনে নিয়ে যাচ্ছেন।
পরে মন্ত্রী ২৫০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণসহ কৃতী
শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট ও মেডেল ক্রেস্ট বিতরণ করেন। অনুষ্ঠানে
বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের পক্ষ থেকে মন্ত্রীকে আজীবন
সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সাপ্তাহিক ঈশ্বরদী পত্রিকার সম্পাদক সেলিম সরদারের সভাপতিত্বে
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএসবি ক্যামব্রিয়ান
এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার, ভাইস চেয়ারম্যান লায়ন
খন্দকার সেলিমা রওশন, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুন, ঈশ্বরদী
উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, বাংলাদেশ সুগারক্রপ
ইনস্টিটিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, ঢাকাস্থ ঈশ্বরদী সমিতির
সাধারণ সম্পাদক আশরাফ আলী খান উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২১:২৩:৫৬ ৩৫১ বার পঠিত