 ময়মনসিংহে ৯৫০টি ইয়াবা উদ্ধার এবং সংশ্লিষ্ট অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)। বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানায় পুলিশ।
ময়মনসিংহে ৯৫০টি ইয়াবা উদ্ধার এবং সংশ্লিষ্ট অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি পুলিশ)। বুধবার দুপুরে গ্রেপ্তারের বিষয়টি জানায় পুলিশ।
মঙ্গলবার গভীর রাতে জেলা শহরের কালিবাড়ি ঘোদারাঘাটস্থ এসকে হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন- শিপন, নয়ন বাশার ও সজিব ইসলাম।
ডিবি পুলিশ জানায়, ওসি এবং এএসআই ফারুক এ অভিযানে নেতৃত্ব দেন।
ডিবির ওসি আশিকুর রহমান জানান, গ্রেপ্তাররা মাদক বিক্রেতা। এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
 বাংলাদেশ সময়: ২১:৫৯:৩৬   ৩৮৫ বার পঠিত