অবসরের বয়স ৬০ থেকে ৬২ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সরকারি হাসপাতালের নার্সদের অবসরের বয়স ৬০ থেকে ৬২ করার সিদ্ধান্তের রাজ্যের। একই সঙ্গে চুক্তিভিত্তিক নার্সদের কাজ করার বয়সের উদ্ধসীমা ছিল ৩৯ বছর। তা ৪৫ বছর করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য সরকার। রাজ্যের এই ঘোষণায় খুশি সমস্ত সরকারি নার্সরা।
অন্যদিকে, ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যে সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে ৬২ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু রাজ্যে এখনও তা হয়নি। কিন্তু নার্সদের অবসরের বয়স বৃদ্ধি করাতে নতুন করে আশার আলো দেখছেন এই রাজ্যের সরকারি কর্মীরাও।
বাংলাদেশ সময়: ২১:৪৪:৪৩ ৩৩৬ বার পঠিত