কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির প্রাক্তন লাইব্রেরিয়ানের ইন্তেকাল

প্রথম পাতা » কিশোরগঞ্জ » কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরির প্রাক্তন লাইব্রেরিয়ানের ইন্তেকাল
শুক্রবার, ২৯ জুন ২০১৮



---কিশোরগঞ্জ শহরের ঐতিহ্যবাহী জেলা পাবলিক লাইব্রেরির প্রাক্তন লাইব্রেরিয়ান ও কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মজিদ (৯০) ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শুক্রবার দুপুরে জেলা সদরের কলাপাড়া গ্রামের বাড়িতে অসুস্থ থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেছেন।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ মাগরিব শহরের শহীদি মসজিদে মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদ এশা নিজ গ্রামের মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হবে।

বিভিন্ন মহলের শোক

প্রাক্তন লাইব্রেরিয়ান আব্দুল মজিদের মৃত্যুতে জেলা পাবলিক লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন গভীর শোক প্রকাশ করেছেন। সেই সাথে মরহুমের পরিবারের শোকসন্তপ্ত সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়াও শোক জানিয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শরীফ সাদী, জেলা পরিষদ সদস্য মো. সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, মহিনন্দ ইউপি চেয়ারম্যান মনসুরন আলী, সাবেক চেয়ারম্যান মো. সাদেকুর রহমান সাদেক, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, জেলা পাবলিক লাইব্রেরির সাবেক সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন ফারুকী, লাইব্রেরিয়ান মুজিবুর রহমান, বিএনপি নেতা সালাহ উদ্দিন বাচ্চু, মহিনন্দ ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ পরিষদের সভাপতি সাংবাদিক আমিনুল হক সাদী, সাধারণ সম্পাদক এনামুল হক শামীমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

বাংলাদেশ সময়: ২১:৩২:২৬   ৩৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কিশোরগঞ্জ’র আরও খবর


ভৈরবে নির্বাচনী প্রচারণা নিয়ে দুপক্ষের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি মামলা
কিশোরগঞ্জে মসজিদের সিন্দুকে পাওয়া গেল ১৪ বস্তা টাকা
নিকলীতে ভাসমান নৌকায় আগুন, দগ্ধ আরও দুজনের মৃত্যু
নদী থেকে ট্রাক চালকের লাশ উদ্ধার
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ২
জেলা প্রশাসক হলেন দুই ভাই রেকর্ড গড়লেন
পাকুন্দিয়ায় বাসের নিচে চাপা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
‘ধর্ষণ করতে গিয়ে’ ইমাম খুন, নারীর যাবজ্জীবন
কৃষক হত্যা মামলায় দুই নারীর যাবজ্জীবন
মাটিচাপা দেয়া স্বামী-স্ত্রী ও সন্তানের গলাকাটা লাশ উদ্ধার

আর্কাইভ