অভিনেতা রণবীর কাপুরকে মোটেই পছন্দ নয় বলিউড ভাইজান সালমান খানের। নেপথ্যে অবশ্যই রণবীরের সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফ, যিনি কিনা সালমানেরও সাবেক প্রেমিকা হিসেবে সুপরিচিত। যার কারণে সুযোগ পেলেই রণবীরকে নানা ভাবে খোঁচা মারেন সালমান। সে সবের কোনোটার জবাব কখনও রণবীর দেন, কখনও দেন না।
সম্প্রতি নায়ক সঞ্জয় দত্তের বায়োপিক ‘সঞ্জু’ নিয়েও রণবীরকে খোঁচা মারেন বলিউড ভাইজান। যেটিতে সঞ্জয়ের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। এ প্রসঙ্গে সমালোচনা করে সালমান বলেন, সঞ্জয়ের চরিত্রে সঞ্জয় ছাড়া অন্য কেউই উপযুক্ত নয়। পারতপক্ষে সঞ্জয় দত্তের চরিত্রে রণবীর যে মানানসই নয়, সালমান খান পরোক্ষভাবে এটাই বোঝাতে চেয়েছেন।
কিন্তু মুক্তির প্রথম দিনেই সালমানের সেই সমালোচনার উপযুক্ত জবাব দিয়ে দিলেন রণবীর কাপুর। ২৯ জুন মুক্তি পেয়েছে তার অভিনীত সঞ্জয়ের বায়োপিক ‘সঞ্জু’। রাজকুমার হিরানি পরিচালিত এ ছবি প্রথম দিনেই আয় করেছে ৩৪.৭৫ কোটি রূপি। এমনটা জানিয়েছেন বলিউডের চিত্র সমীক্ষক তরণ আদর্শ। তাতে মনে করে হচ্ছে, মুক্তির প্রথম তিন দিনেই ‘সঞ্জু’র আয় শতকোটি ছাড়িয়ে যাবে।
চলতি বছরের সেরা ওপেনিং ছবি ‘সঞ্জু’। রণবীর যে রাজকুমার হিরানির এ ছবি দিয়ে বাজিমাত করবেন, সেটা ট্রেলার মুক্তির পরেই বুঝে গিয়েছিল সিনে মহল। ট্রেলার দেখে সকলেই রণবীরের প্রশংসায় মেতেছিলেন। বলেছিলেন, সঞ্জয়ের চরিত্রে রণবীর ছাড়া আর কাউকেই মানাতো না। তাছাড়া নায়ক সঞ্জয় দত্তের সঙ্গে রণবীরের চেহারার অদ্ভূত মিলও সকলের নজর কেড়েছিল।
এদিকে রণবীর শুধু সালমানের সমালোচনার মোক্ষম জবাবই দেননি, কমিয়ে দিয়েছেন তার ‘রেস থ্রি’র আয়ের গতিও। মুক্তি পর যেভাবে ছুটে চলছিল সালমানের ‘রেস থ্রি’, তাতে মনে করা হচ্ছিল, ২০০ কোটির ঘর দ্রুতই টপকে যাবে এটি। কিন্তু শুক্রবার রণবীরের ‘সঞ্জু’ মুক্তির পর ‘রেস থ্রি’ নিয়ে দর্শকদের আগ্রহ কমেছে। তাই ধারণা করা হচ্ছে, দাবাং খানের ‘রেস থ্রি’ বড়জোর ১৭৫ কোটি রূপি আয় করতে পারে।
বাংলাদেশ সময়: ১২:৫৭:০৮ ৩১৮ বার পঠিত