দশম জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৪তম বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন এমপি এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী রাশেদ খান মেনন এমপি, পীর ফজলুর রহমান এমপি, মোঃ আব্দুল মতিন এমপি, বেগম লুৎফা তাহের এমপি এবং সৈয়দা সায়রা মহসীন এমপি বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে জাতীয় সংসদে উত্থাপিত “শিশু (সংশোধন) বিল, ২০১৮” আনীত বিল সর্ম্পকে বিস্তারিত আলোচনা করা হয়। বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা-নিরীক্ষা করে সংশোধিত আকারে রির্পোট উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়।
বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৩:০৯:৪০ ৩৩৮ বার পঠিত