দশম জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র ৩৮তম বৈঠক কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম হীরা এমপি এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে কমিটি সদস্য ও ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি এবং জাহান আরা বেগম সুরমা এমপি অংশগ্রহণ করেন।
বৈঠকে ভূমি প্রশাসনের সার্বিক কার্যক্রম তদারকি এবং ভূমি কর আদায়ে ভূমি মন্ত্রণালয়কে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।
কমিটি বনকে সম্প্রসারণ করার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
বৈঠকে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য এ, কে, এম, মাঈদুল ইসলামের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানিয়েছেন।
বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের সচিব, ভূমি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭:০৪:০৯ ৪০৫ বার পঠিত