সকালে দেশে ফিরে রাতেই বিয়ের পিঁড়িতে তাসকিন

প্রথম পাতা » খেলাধুলা » সকালে দেশে ফিরে রাতেই বিয়ের পিঁড়িতে তাসকিন
বুধবার, ১ নভেম্বর ২০১৭



---দক্ষিণ আফ্রিকা সফরটা শুধু তার জন্য নয়, পুরো দলের জন্যই ছিল দুঃস্বপ্ন। সেই দুঃস্বপ্নের সফর শেষ করে মঙ্গলবার সকালে দেশে ফিরেছেন ক্রিকেটাররা। ফিরেছেন তাসকিনও। সফরের হতাশা, দীর্ঘ ভ্রমন ক্লান্তি ভুলে রাতেই হুট করে বিয়ের পিঁড়িতে বসলেন ২২ বছর বয়সী জাতীয় দলের সুদর্শন তারকা পেসার তাসকিন আহমেদ।

মেয়ে আগেই থেকেই ঠিক ছিল। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন তার সঙ্গে। পাত্রির নাম সৈয়াদা রাবেয়া নাঈমা। বিয়ে হয়েছে রাজধানীর লালমাটিয়ার একটি রেস্টুরেন্টে।

তাসকিনের স্ত্রী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগে স্নাতক শ্রেনীর শিক্ষার্থী। তাসকিনও পড়ছেন একই বিশ্ববিদ্যালয়ে।

বিয়েতে সতীর্থদের দাওয়াত করেছিলেন। কিন্তু দেশে ফিরেই বিপিএলে ব্যস্ত হয়ে পড়েছেন অনেকেই। তাই তাসকিনের বিয়ের অনুষ্ঠানে থাকতে পারেননি জাতীয় দলে তাসকিনের সতীর্থরা। তবে ছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা ও তার পরিবার। তাসকিনের সঙ্গে বরাবরই খুব ভালো সম্পর্ক মাশরাফির।

তাসকিনের বাবা আব্দুর রশিদ জানিয়েছেন, আপাতত ছোট পরিসরে অনুষ্ঠান হলেও সময় সুযোগ বুঝে বড় আয়োজন করা হবে। বিপিএলের পরই সেই অনুষ্ঠান হবে বলে জানান তিনি। তাসকিনের হুট করে বিয়ে প্রসঙ্গে আব্দুর রশিদ বলেন,‘ আসলে পাত্রি আমাদের আগে থেকেই পছন্দ ছিল। সময় কম। তাই জলদিই বিয়ের কাজটা সেরে ফেলেছি। অনেককেই আমরা বলতে পারিনি। সামনে বড় অনুষ্ঠান করার ইচ্ছা আছে । তখন সবাইকে জানাবো। আমার ছেলে নতুন জীবন শুরু করেছে। সবার কাছে তাদের জন্য দোয়া চাই।’

বাংলাদেশ সময়: ১১:৩৪:০০   ৩৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে টানা দ্বিতীয় হার লিভারপুলের
ফিরলেন লিটন, নতুন মাইলফলক সাকিবের
জয় তুলে দ্বিতীয় স্থানে উঠে এলো বার্সা
উইন্ডিজদের বিপক্ষে মুকিদুলের চার উইকেট
একদিন আগেই দ. আফ্রিকাকে হারিয়েছে পাকিস্তান
আবাহনী-মোহামেডান লড়াই আজ
সাকিব-তামিম-মাশরাফি পাচ্ছেন সেরা করদাতার পুরস্কার
বড় জয়ে পরের রাউন্ডে টটেনহাম
ল্যাম্পার্ড: চেলসির নায়ক থেকে খল নায়ক
বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

আর্কাইভ