বাংলাদেশের সেরা এমপ্লয়ার ব্র্যান্ড হিসাবে মোবাইলফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেডকে পুরস্কৃত করেছে ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস।
রাজধানীর একটি অভিজাত হোটেলে সম্প্রতি এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদের হাতে পুরস্কার তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। এ সময় ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসের পক্ষে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড সিএসআর ডে অ্যান্ড সাসটেইনেবিলিটির প্রতিষ্ঠাতা ড.আর.এল.ভাটিয়া।
পুরস্কারটি গ্রহণ করে রবির চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার (সিসিপিও) মতিউল ইসলাম নওশাদ। এ সময় তিনি বলেন, ‘এ পুরস্কার অত্যন্ত সম্মানের। আমরা পুরস্কারটি পেয়ে আনন্দিত। রবি নতুন ¯œাতক এবং দেশের বড় বড় প্রতিষ্ঠানের মেধাবী কর্মকর্তাদের মধ্য থেকে সবচেয়ে প্রতিভাবানদের নিয়ে নিরলসভাবে কাজ করছে।’
বাংলাদেশ বেস্ট এমপ্লয়ার ব্র্যান্ড অ্যাওয়ার্ড এমন প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয় যেগুলো মার্কেটিং কমিউনিকেশনসকে কাজে লাগিয়ে মেধাবীদের আকৃষ্ট করতে ও লালন করতে মনযোগী। সিএমও এশিয়া ও ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস আয়োজিত সাউথ এশিয়া পার্টনারশিপ সামিটে এ পুরস্কার দেয়া হয়। ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস মানব সম্পদ ব্যবস্থাপনা সংক্রান্ত একটি পেশাদার সংস্থা যারা নিয়মিতভাবে এইচআর ব্যবস্থাপনার পরিবর্তিত দিকগুলো যাচাই বাছাই করে। ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেস গ্লোবাল অ্যাডভাইজারি কাউন্সিলের কৌশলগত দিকনির্দেশনা দ্বারা পরিচালিত।
বাংলাদেশ সময়: ১২:৪৪:৩৮ ৪১৪ বার পঠিত