দুই শিক্ষার্থীর মৃত্যুর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে - আইনমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুই শিক্ষার্থীর মৃত্যুর অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে - আইনমন্ত্রী
বৃহস্পতিবার, ২ আগস্ট ২০১৮



---আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাসচাপায় রাজধানীর
শহীদ রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক
শাস্তির ব্যবস্থা করা হবে। এসময় সব সড়ক দুর্ঘটনার বিচার দ্রুত হওয়া উচিত বলেও
মন্তব্য করেন তিনি।
আজ সচিবালয়ে নিজ দপ্তরে সাংবদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ মন্তব্য
করেন। এসময় তিনি নিহত দুই শিক্ষার্থীর আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের
পরিবারের প্রতি সমবেদনা জানান।
আইনমন্ত্রী বলেন, কিছুদিন যাবৎ সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং অনেক
রকমভাবে এই সড়ক দুর্ঘটনা হচ্ছে। তাই যে সব কারণে (রাস্তার কারণে, গাড়ির কারণে,
মানুষের চলাচলের কারণে, চালকের কারণে ইত্যাদি) সড়ক দুর্ঘটনা হতে পারে, সেগুলোর
ব্যাপারে আইনে পর্যাপ্ত বিধান রাখা হয়েছে কিনা কিংবা দুর্ঘটনা যাতে না ঘটে
সে রকম পর্যাপ্ত বিধান আইনের মধ্যে আছে কিনা এবং আইনে কোনো ফাঁক-ফোঁকর
আছে কিনা সেই সব পুঙ্খানুপুঙ্খরূপে দেখে সড়ক পরিবহন আইনটি প্রস্তুত করা
হয়েছে। তিনি মনে করেন, সড়ক পরিবহন আইন ২০১৮ হবে অত্যন্ত আধুনিক। তার কারণ
এই আইনে অনেক বিষয় আছে যেগুলো আগের কোনো আইনে এড্রেস করা হয়নি।
তিনি বলেন, বিদেশে চালকের ভুলের কারণে যেমন পয়েন্ট কাটা যায় নতুন সড়ক পরিবহন
আইনেও তেননি বিধান রাখা হয়েছে। এজন্য ১২ পয়েন্ট রাখা হয়েছে। তিনি বলেন,
কোনো ড্রাইভার অপরাধ করলে তার পয়েন্ট কাটা যাবে। যদি কোনো ড্রাইভারের ১২
পয়েন্ট কাটা যায় তা হলে সে আর কোনো দিন ড্রাইভিং লাইসেন্স পাবে না। কত পয়েন্ট
কাটলে কি পরিমাণ শাস্তি হবে আইনে তা বলা আছে। তিনি বলেন, কেউ যাতে কম
অপরাধে বেশি শাস্তি এবং বেশি অপরাধে কম শাস্তি না পায় সেগুলো সুনিশ্চিতভাবে
আইনে সন্নিবেশ করা হয়েছে। ৩ পয়েন্ট কাটলে কী হবে- এরকম বিধানও করে দেওয়া
হয়েছে। বিচারের তাৎক্ষণিকতা বা দ্রুত বিচারের ব্যবস্থা এই আইনের মধ্যে করা হয়েছে।
আনিসুল হক বলেন, আইনটা মন্ত্রিসভার চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপিত
হবে, প্রধানমন্ত্রী চান এটা দ্রুত উপস্থাপিত হোক। সেইক্ষেত্রে আইনটা যদি
অনুমোদিত ও সংসদে পাস হয় তাহলে সব স্টেকহোল্ডার ন্যায়বিচার পাবেন। তিনি
বলেন,‘এখন কেউ যদি মনে করেন যে মানুষ মেরে তারা কম শাস্তি নিয়ে চলে যেতে
পারবেন, এটা তো হয় না। আবার এটাও ঠিক একজনের ভুলের জন্য সবাইকে দায়ী করাও
ঠিক না। যে ভুল করেছে তার বিচার করা উচিত। যে ভুল করেছে তার বিচার করা উচিত,
কিন্তু সম্প্রদায়কে দায়ী করা ঠিক হবে না।’
বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার বিষয়ে মন্ত্রী বলেন, আমি আপনাদের কথা দিতে
পারি, যে মুহূর্তে তদন্ত শেষে এই মামলা আদালতে গড়াবে আমি প্রসিকিউশনকে বলে
এটার দ্রুত বিচারের ব্যবস্থা করবো। যারা অপরাধ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া
হবে। আইনে এ-টু-জেড সব বিষয় যুক্ত আছে বলে জানান মন্ত্রী। আইন হলে সড়কে
শৃঙ্খলা ফিরবে।

বাংলাদেশ সময়: ০:৫৮:১৩   ৩২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ