কলকাতাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছনোর নেপথ্যে চুমকি শর্মা

প্রথম পাতা » ছবি গ্যালারী » কলকাতাকে আন্তর্জাতিক স্তরে পৌঁছনোর নেপথ্যে চুমকি শর্মা
শুক্রবার, ৩ আগস্ট ২০১৮



---যে রাঁধে সে চুল ও বাঁধে। কথাটা যে সত্যিই দামি তা প্রমাণ করেছেন কলকাতার মেয়ে চুমকি শর্মা। একার লড়াই তাঁর। ছেলে সাহিলকে নিয়ে দিব্যি কেটে যাচ্ছিল জীবন। কিন্তু গতানুগতিক জীবনের বাইরে গিয়ে কিছু করতে চেয়েছিলেন তিনি। ব্যাংকে কর্মরত চুমকি রাত জেগে কবিতা লিখতেন। আর এই কবিতাই তাঁকে পৌছে দেয় ইন্টারন্যাশানাল প্লাটফর্মে। ইউ কে, ইউ এস এ, ইউরোপ, অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং ইন্ডিয়াতে প্রকাশিত হয় তাঁর কবিতা। এমন কি তাঁর লেখা বই “Shape of Emptiness” ২০১৭ সালে প্রকাশিত হয় অস্ট্রেলিয়াতে।

তবে এটুকু নিয়েই থেমে থাকেননি চুমকি। নিজেকে আরও বড় প্লাটফর্মে দেখতে চেয়েছিলেন তিনি। তবে শুধুমাত্র নিজের জন্য নয় যে সকল ছোট ছোট বাচ্চারা চাইল্ড ট্রাফিকিং এর শিকার তাঁদের উদ্ধার করে আশ্রয় দিয়ে থাকেন তিনি। মা হিসাবেও তাঁর দায়িত্ব পালনে কোন ভাবেই খামতি রাখেন না। ছেলে সাহিল এবং তাঁর পরিবার চুমকির কাছে সব। কিন্তু মেয়ে মানেই যে, শুধু মাত্র পরিবারের মধ্যে আবদ্ধ থাকতে হবে এমন কোন মানে নেই।

নিজের পরিচয় তৈরি করার লড়াই শুরু হয় তাঁর এপ্রিল মাস থেকে। বিবাহিত মহিলাদের জন্য আয়োজিত ‘বিউটি পেজেন্ট’(Mrs India Queen of Substance) এ অংশগ্রহন করেন তিনি। একজন সিঙ্গেল ক্যাটাগরি তে মনোনীত হয় তাঁর নাম। জিতেও দেখান তিনি। “Ms India 2018 Queen of Substance” এবং “Beauty with Brains” এই দুটি ক্যাটাগরিতে জয় হয় তাঁর।

“United Nations Pageants” এবং “Ms United Nations” এই দুটি ইন্টারন্যাশনাল বিউটি কনটেস্টে অংশগ্রহণ করে নিজের দেশকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার লড়াই করে চুমকি। ফার্স্ট রানার আপের পজিশন পান তিনি। এরপর সিঙ্গাপুর এবং ইউ এস পাড়ি দেন পরের দুটি রাউন্ডের জন্য। জামাইকা এবং কিংস্টন এ এই বিউটি প্রতিযোগিতা আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিয়ার অংশ নিয়ে থাকেন। প্রতিযোগীদের সব দিক থেকে বিচার করা হয়। এমনকি প্রতিযোগীদের বিভিন্ন টাস্ক দেওয়া হয়, যার মধ্যে রান্না করা এবং নিজের বাচ্চা কে ও সামলাতে হয়।

একা একা লড়াই করে নিজের বাড়ি সামলে, নিজেকে সামলে, নিজের দেশের কথা ভাবা এবং নিজের দেশকে আন্তর্জাতিক স্তরে নিয়ে একেবারেই সহজ কাজ নয়। তবু করে দেখিয়েছেন চুমকি। তার ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা।

বাংলাদেশ সময়: ১৬:৫২:৪৯   ৪৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ