গুজবে কান দেবেন না: প্রধানমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুজবে কান দেবেন না: প্রধানমন্ত্রী
রবিবার, ৫ আগস্ট ২০১৮



---কোনো রকমের গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ডিজিটাল প্রযুক্তিকে নোংরা কথা, অপপ্রচারে ব্যবহার না করে ভালো কাজে ব্যবহারের আহ্বান জানিয়েছেন তিনি।

নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় চারজনকে হত্যা ও চার জনকে ধর্ষণের গুজব তুলে তুলকালামের পরদিন রবিবার গণভবনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ১০টি জেলায় ৩০০ ইউনিয়নের অপটিকাল ফাইবার সংযোগ উদ্বোধন করতে এই অনুষ্ঠোনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী তথ্য প্রযুক্তি খাতের উন্নয়ন ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে তার সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরে বলেন, ‘এতে যেমন সেবাও বাড়ছে, তেমনি আমাদেরকে বিভিন্ন ঝামেলাও পোহাতে হচ্ছে।’

‘দেশের ভেতরেই একটা অশান্ত পরিবেশ সৃষ্টি করারও প্রচেষ্টা চলছে। আমি বলব, কেউ গুজবে কান দেবেন না। বা এই মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। যাই দেখেন, শুনেন আগে যাচাই করে নেবেন।’

‘যাচাই না করে যেন কিছু করবেন না। স্কুলের ছাত্র-ছাত্রী আর যুব সমাজ, তাদের প্রতিও আমার এই আহ্বান থাকবে। কোনো রকম বিভ্রান্তি ছড়ানো, গুজব ছড়ানো, এটা না।’

ইন্টারনেট, ফেসবুক, ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়া ভালো কাজে ব্যবহার করার আহ্বানও জানান শেখ হাসিনা। বলেন, ‘নোংরা বক্তব্য দেয়া, নোংরা কথা বলা, অপপ্রচার চালানো, এগুলো পরিহার করতে হবে।’

‘মাঝেমধ্যে যখন দেখি, অনেক সময় তাতে এমন ধরনের ভাষা ব্যবহার হয়, এমন ধরনের কথা ব্যবহার হয়, যেটা নিজেদের পড়তে লজ্জা করে, ঘৃণা হয়। ওই ধরনের নোংরা কথাবার্তা যেন কোনোমতেই এই ডিজিটাল পদ্ধতিতে ব্যবহার করে… একটা আধুনিক প্রযুক্তি, যেটা মানুষের জীবন গড়ার কাজে, জীবনকে সুন্দর করার কাজে ব্যবহার করতে পারে, শিক্ষার কাজে ব্যবহার করতে পারে, সেটার কোনো মতে যেন অপব্যবহার না হয় এটা আমরা চাই।’

‘এটাকে ভালো কাজে ব্যবহার করবেন, কোনোমতে যেন আজেবাজে কাজে ব্যবহার না হয়, এই বিষয়টা সবাইকে দেখতে হবে।’

বাংলাদেশ সময়: ১৫:২০:০৫   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ