ফরিদপুরে ধর্ম অবমাননার অভিযোগে ৫৭ ধারায় মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে ধর্ম অবমাননার অভিযোগে ৫৭ ধারায় মামলা
শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭



---ফেইসবুকে পোস্ট করা ছবিতে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে ফরিদপুরের সদরপুর থানায় ৫৭ ধারায় (আইসিটি আইনে) মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার আইসিটি আইনে (৫৭ ধারায়) মামলাটি রুজু করে আটককৃত বিষ্ণু কুমার মালোকে আদালতের মাধ্যমে ফরিদপুর জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে কৃষ্ণপুর ইউনিয়নের মালোপাড়ার স্থানীয় বিক্ষুব্ধ এলাকাবাসী বিষ্ণু কুমার মালোর বাড়ি-ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ জারি করে।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার বলেন, ‘ফেইসবুকে পোস্ট করা ছবিতে ‘ধর্ম অবমাননার’ অভিযোগে আটককৃত যুবকের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখার জন্য বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ এ নিষেধাজ্ঞা জারি সন্ধ্যার পর থেকে প্রত্যাহার করা হয়েছে।’

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশিদ জানান, ধর্ম অবমাননার অভিযোগে আটক যুবক (বিষ্ণু কুমার মালোকে) প্রাথমিক জিজ্ঞাসা বাদ করা হয়েছে।

তিনি বলেন, এই ঘটনায় শুক্রবার কৃষ্ণপুর ইউনিয়নের ইসারত মুন্সি নামে এক ব্যাক্তি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিলে আমরা ৫৭ ধারায় মামলা গ্রহণ করি। মামলার প্রধান আসামি বিষ্ণু কুমার মালোকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে ।

সত্যতা নিশ্চিত করে ফরিদপুর ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম বলেন, বিষ্ণু দাবি করেছে ‘Bishno Kumar Malo’ নামে যে ফেসবুক আইডিটি সেটি তার নয়। ওই আইডিটি বিষ্ণু না অন্য কেউ ব্যবহার করতো তা শনাক্ত কারার জন্য প্রাপ্ত তথ্য উপাত্ত ঢাকার সিআইডি’র প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর ওই আইডিটি যে ব্যবহার করে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:০৪:৪৪   ২৬৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ