কমনওয়েলথ ক্রিকেট লীগ চালুর জন্য বললেন প্যাট্রিসিয়া

প্রথম পাতা » ছবি গ্যালারী » কমনওয়েলথ ক্রিকেট লীগ চালুর জন্য বললেন প্যাট্রিসিয়া
বৃহস্পতিবার, ৯ আগস্ট ২০১৮



--- নিউজটুনারায়ণগঞ্জঃ সফররত কমনওয়েলথ মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি আজ একটি কমনওয়েলথ ক্রিকেট ক্লাব গঠনের পাশাপাশি কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে জনপ্রিয় এই খেলাটির উন্নয়নে কমনওয়েলথ ক্রিকেট লীগ চালু করার বিষয়ে গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, ‘আমাদের কমনওয়েলথ ক্রিকেট লীগ শুরু করা উচিত এবং একটি কমনওয়েলথ ক্রিকেট ক্লাবও গঠন করা উচিত কেননা ক্রিকেট ছেলে-মেয়েদের নিজেদেরকে তুলে ধরার অন্যতম একটি ক্ষেত্র।’
তিনি আজ সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা বলেন।
বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী এবং কমনওয়েলথ মহাসচিব তাঁদের বৈঠকে অন্যান্য প্রসঙ্গের পাশাপাশি ক্রিকেট নিয়েও দীর্ঘ আলোচনা করেন।
কমনওয়েলথভুক্ত দেশগুলোর নারীদের অধিকহারে ক্রিকেট অনুশীলনের ওপর গুরুত্বারোপ করে প্যাট্রিসিয়া স্কটল্যান্ড বলেন, এটি তাঁদের আত্মবিশ্বাস এবং মনোবলকে আরো বৃদ্ধি করবে।
কমনওয়েলথ মহাসচিব এই সময় বাংলাদেশ ক্রিকেট দলের সাম্প্রতিক সাফল্যের উচ্ছ্বসিত প্রশংসা করেন।
এ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, শুধু ক্রিকেটই নয়, তাঁর সরকার দেশে সব ধরনের খেলাধূলাকেই উৎসাহিত করছে।
তিনি বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ মহিলা ক্রিকেট দল এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে, ছেলেদের ক্রিকেটেও তারা ভালো ফল করছে।’
বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন।
তিন দিনের সফরে গত বুধবার কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশে আসেন।

বাংলাদেশ সময়: ২০:৪৭:৩৩   ২৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ