কমনওয়েলথ পার্লামেন্টারিয়ান এ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন নির্বাচিত হলেন ক্যামেরুনের ডেপুটি স্পিকার এ্যামেলিয়া মোনজোয়া লিফাকা। মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হল অফ ফেমে ৬৩তম সিপিসি’র জেনারেল এ্যাসেম্বলীতে প্রতিনিধিদের সরাসরি ভোটে সর্বমোট ১০৭ ভোটে তিনি নির্বাচিত হয়েছেন।
সিপিএ সেক্রেটারি জেনারেল আকবর খান নির্বাচনের ফলাফল ঘোষণা করতে গিয়ে বলেন, এবারের চেয়ারপার্সন নির্বাচনে মোট তিন জন প্রার্থী অংশগ্রহন করেন। আর সিপিএ’র সর্বমোট ২১২ ভোটের মধ্যে প্রতিনিধিরা ১৯২ টি ভোট প্রদান করেন। অংশগ্রহনকারী প্রার্থীদের মধ্যে এ্যামেলিয়া সর্বোচ্চ ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হলেন। নিউজিল্যান্ডের কুক আইসল্যান্ডের নিক্কী র্যােটেল ৭০ ভোট পেয়েছে এবং মোনস্রাটের এমএলএ সারলি এম. অসবরন ১৫ ভোট পেয়েছেন।
এই নির্বাচনের মধ্য দিয়ে সিপিএ’র নির্বাহী কমিটির বর্তমান ভাইস চেয়ারম্যান ও মানবাধিকার কমিশনের আন্তর্জাতিক সদস্য ক্যামেরুনের ডেপুটি স্পিকার এ্যামেলিয়ার কাছে বাংলাদেশের স্পিকার ও বিদায়ী চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী দায়িত্ব হস্তান্তর করবেন বলে জানা গেছে।
সম্মেলন স্থলে সকাল ১১টায় অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল বিকেলে আনুষ্ঠানিক ঘোষণার সাথে সাথে ক্যামেরুনসহ আফ্রিকার বিভিন্ন অঞ্চলের প্রতিনিধিরা নাচ-গানের মধ্য দিয়ে আনন্দ উল্লাস করে। স্বাগত জানায় নবনির্বাচিত সিপিএ চেয়ারপার্সনকে। এসময় এ্যামেলিয়া আফ্রিকার জনগণকে ধন্যবাদ জানিয়ে সিপিএ’র অগ্রাধিকারমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য কাজ করার আশা প্রকাশ করেন।
এসময় নব নির্বাচিত চেয়ারপার্সনকে অভিনন্দন জানিয়ে বিদায়ী চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী ৬৩তম সম্মেলনে গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়নের পাশাপাশি সিপিএ নতুন ধারনা নিয়ে এগিয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ৯:১৮:৫৮ ৫৫১ বার পঠিত