বরিশালে ৫৫ করদাতাকে সন্মাননা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে ৫৫ করদাতাকে সন্মাননা
বুধবার, ৮ নভেম্বর ২০১৭



---বরিশাল বিভাগের ছয় জেলা ও সিটি এলাকার এ বছর পাঁচটি ক্যাটাগরিতে ৫৫ জন করদাতাকে সন্মাননা স্মারক ও ক্রেস্ট দেয়া হয়েছে।

বুধবার বেলা ১১টায় নগরীর হোটেল গ্র্যান্ড পার্কের সাউথ গেট বল রুমে অনুষ্ঠানিকভাবে এ সম্মাননা তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

কর অঞ্চল বরিশাল এর কর কমিশনার মোহাম্মদ জাহিদ হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. নূরুল আলম, অতিরিক্ত ডিআইজি মো. আকরাম হোসেন ও বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান ও দি বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সাইদুর রহমান রিন্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে কর প্রদানের বিকল্প নেই। আর আমাদের দেশে করদাতাদের উৎসাহিত করার প্রধান উদ্যেগটি গ্রহণ করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি নেই, তার স্বপ্নকে বাস্তবায়ন করতে নিরলস কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংসদ বলেন, মানুষ এখন কর না প্রদানের প্রবণতা থেকে দূরে সরে আসছেন। আর এই কর প্রদানের ফলে আমাদের দেশের উন্নয়ন হচ্ছে। এর সুবিধা ভোগ করছেন সারা দেশের মানুষ।

অনুষ্ঠানে বরিশাল বিভাগের ছয় জেলা ও সিটি কপোরেশন এলাকার প্রতিটিতে সর্বোচ্চ করদাতা তিনজন, দীর্ঘমেয়াদী করদাতা দুইজন, সর্বোচ্চ মহিলা করদাতা একজন, ৪০ বছরের নিচে তরুণ করদাতা একজন করে ৪৯ জনকে সন্মাননা সনদ ও ক্রেস্ট তুলে দেয়া হয়।

এছাড়া ছয় জেলার ছয়টি কর বাহাদুর পরিবারকে সন্মননা সনদ ও ক্রেস্ট প্রধান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫:১৮:১৪   ৪৩৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গুজব উপেক্ষা করে জনগণ ভ্যাকসিন নিচ্ছে
অর্পিত সম্পত্তি বিষয়ক চিহ্নিত সমস্যাগুলো যথাযথ সংশোধন করা হবে - ভূমি সচিব
৬টি সেক্টরকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করলো সরকার
ফসল উৎপাদন বাড়াতে অঞ্চল ভিত্তিক ‘জোন ম্যাপ’ প্রণয়নের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
দেশের সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোতে জনস্বাস্থ্য নিয়ে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র - এলজিআরডি মন্ত্রী
হঠাৎ অজানা কারণেই বেড়ে গেলো পেঁয়াজের দাম
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেজান্ড্রা বের্গ ভন লিনডে-র সৌজন্য সাক্ষাৎ

আর্কাইভ