মারা গেছেন অস্কারজয়ী আইরিন কারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » মারা গেছেন অস্কারজয়ী আইরিন কারা
রবিবার, ২৭ নভেম্বর ২০২২



মারা গেছেন অস্কারজয়ী আইরিন কারা

না ফেরার দেশে চলে গেলেন আমেরিকান অস্কারজয়ী গায়িকা এবং অভিনেত্রী আইরিন কারা। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৩। ফ্লোরিডার নিজ বাসায় মৃত্যুবরণ করেছেন এ অভিনেত্রী। তবে তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।

কারার মৃত্যুর খবরটি নিশ্চিত করে তার প্রচারক জুডিথ এ মুজ। তিনি কারার প্রশংসা করে বলেন, আইরিন কারা তার সংগীত ও চলচ্চিত্রের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন।

নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে ১৯৫৯ সালে জন্ম নেন কারা। তার বাবা পুয়ের্তো রিকান এবং মা একজন কিউবান-আমেরিকান। পাঁচ ভাইবোনদের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এ অভিনেত্রী। ১৯৮০ সালের ‘ফেম’ সিনেমার টাইটেল গানটির জন্য ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন এই গায়িকা। এছাড়া ‘ফ্ল্যাশড্যান্স… হোয়াট এ ফিলিং’সহ আরও কিছু জনপ্রিয় গানের লেখক ও গায়িকা হিসেবে অনেক খ্যাতি লাভ করেছিলেন কারা।

‘হোয়াট এ ফিলিং’ গানটির জন্যই অস্কার এবং একটি গ্র্যামি অ্যাওয়ার্ড অর্জন করেন এ গায়িকা-অভিনেত্রী। তবে গায়িকা হিসেবে সফলতা পাওয়ার পর অভিনয়েও নাম লেখান তিনি। সিনেমায় ক্লিন্ট ইস্টউড, টাটুম ও নিলের মতো অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন কারা। ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন তিনি।

উল্লেখ্য, স্প্যানিশ ভাষার একটি টিভি চ্যানেলের মাধ্যমে কর্মজীবনে পা রাখেন আইরিন কারা। তবে ১৯৮০ সালে সিনেমায় কোকো হার্নান্দেজের ভূমিকায় অভিনয় করে এবং ফেমের টাইটেল গানটি গেয়ে তারকা খ্যাতি পান তিনি। কারার মৃ্ত্যুতে শোক জানিয়েছেন হলিউড অঙ্গনের তার সব সহকর্মী ও চলচ্চিত্র তারকারা।

বাংলাদেশ সময়: ১৩:২০:১৩   ৩৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জোটবদ্ধ হয়ে গণভোটের জন্য একটি রাজনৈতিক দল চাপ সৃষ্টি করছে : ফখরুল
১৯৭৫ এর ৭ নভেম্বর নতুন করে আমরা স্বাধীনতার মুখ দেখেছি : রুহুল কবির রিজভী
ঐকমত্যের বাইরে কথা বললে বিভেদ বাড়বে, যা গণতন্ত্রের জন্য ভালো নয় : আমীর খসরু
সাখাওয়াত-টিপুর নেতৃত্বে মহানগর বিএনপির বর্ণাঢ্য র‍্যালি
শোডাউনে ধানের শীষের প্রার্থী মাসুদুজ্জামানের চমক
১৯৭৫ সালের বিপ্লব ও জুলাইয়ের গণঅভ্যুত্থান একই প্রেক্ষাপট থেকে উদ্ভূত : আসিফ মাহমুদ
নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর : শফিকুল আলম
জুলাই সনদ বাস্তবায়নের পরই নির্বাচনে যাবে এনসিপি : নাহিদ
ইসলামপুরে অসাধু উপায়ে মাছ শিকার, মোবাইল কোর্টে কারাদণ্ড ও সরঞ্জাম জব্দ
সরিষাবাড়ীর বালিয়া বেপারী পাড়ায় জনদুর্ভোগ চরমে, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ