শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে মানুষ মঙ্গা ভুলে গেছেন : আসাদুজ্জামান নূর

প্রথম পাতা » ছবি গ্যালারী » শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে মানুষ মঙ্গা ভুলে গেছেন : আসাদুজ্জামান নূর
বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২



---

জেলার সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, শেখ হাসিনার উন্নয়নের জোয়ারে এ অঞ্চলের (নীলফামারী) মানুষ মঙ্গা ভুলে গেছেন।
বৃহস্পতিবার দুপুরে নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের কাচারিহাট কমিউনিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি বলেন,বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অর্থনীতিকে সমৃদ্ধ করেছেন। শিল্প কলকারখানা স্থাপনের ফলে মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। উপার্জন করায় এখন আর মানুষের অভাব নেই। সে কারণে অভাব কি সেটা ভুলে গেছেন।’ এ অঞ্চলের প্রবাদ ছিল হাতিক ঠেলা যায়, কিন্তু কার্তিক ঠেলা যায় না, সেই চিত্র এখন আর নেই।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদের সভাপতিতে এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. মমতাজুল হক, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নীলফামারীর নির্বাহী প্রকৌশলী সুজন কুমার কর, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন সরকার প্রমুখ।
সদর উপজেলা প্রকৌশলী বিরল চন্দ্র রায় জানান, ৬৫ লাখ ৫২হাজার টাকা ব্যায়ে দ্বিতল ভিত্তি বিশিষ্ট একাডেমিক ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে ঠিকাদারী প্রতিষ্ঠান মাঈশা এন্টারপ্রাইজ।
বিকেলে তিনি সদর উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে বোরো ধানের উচ্চ ফলনশীল ও উফসি জাতের ধান বীজ এবং সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
সদর উপজেলা পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে জেলা সদরের ৮ হাজার ৪০০ কৃষকের মধ্যে ওই ধান বীজ ও সার প্রদান করা হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তি, শান্তনা চক্রবর্তী, জেলা কৃষকলীগের সভাপতি ইয়াহিয়া আবিদ, কুন্দপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
প্রত্যেক কৃষকের মাঝে উফসি জাতের ৫ কেজি করে বীজ এবং ১০ কেজি করে ডিওপি ও এমওপি সার, উচ্চ ফলনশীল ২ কেজি করে ধানের বীজ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২২:৪৩:৩৫   ৩১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
জুলাই পদযাত্রায় অংশ নিতে শনিবার সাতক্ষীরায় আসছেন নাহিদ ইসলাম ও হাসনাত আব্দুল্লাহ
মোংলা বন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ৪১ কোটি টাকা বেশি নীট মুনাফা অর্জন
জুলাই ঘোষণাপত্র সংবিধানের ‘চতুর্থ তফসিলে’ অন্তর্ভুক্ত করার পক্ষে বিএনপি
সবুজ নারায়ণগঞ্জ গড়তে এক লাখ গাছ লাগালেন ডিসি
প্রতিহিংসার রাজনীতি করি না: গিয়াসউদ্দিন
বাংলাদেশের নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার
জনস্বার্থকে প্রাধান্য দিয়ে সম্প্রচার-ব্যবস্থা যুগোপযোগী করা হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
নারায়ণগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৬৬.৫২ শতাংশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ