বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগে ওমান ও ফ্রান্সের প্রতি আহ্বান রাষ্ট্রপতির 

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগে ওমান ও ফ্রান্সের প্রতি আহ্বান রাষ্ট্রপতির 
সোমবার, ১২ ডিসেম্বর ২০২২



বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগে ওমান ও ফ্রান্সের প্রতি আহ্বান রাষ্ট্রপতির 

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগ করতে ওমান এবং ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশে নবনিযুক্ত ওমানের রাষ্ট্রদূত আব্দুল গাফফার বিন আব্দুল করিম আল-বালুসি এবং ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মুসদুপি সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে তাদের পরিচয়পত্র পেশ করতে গেলে রাষ্ট্রপতি হামিদ এই আহ্বান জানান।
রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন জানান, ওমানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশের পরপরই রাষ্ট্রপতির কাছে ফ্রান্সের রাষ্ট্রদূত পরিচয়পত্র পেশ করেন।
ওমানের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি হামিদ আশা করেন নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশের সাথে ওমানের সম্পর্ক আরো জোরদার হবে।
রাষ্ট্রপতি বলেন, ওমান বাংলাদেশের শ্রম শক্তি রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্য।
প্রবাসী বাংলাদেশীরা উভয় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে উল্লেখ করে বাংলাদেশ থেকে নার্স, ডাক্তারসহ আরও দক্ষ জনশক্তি নেয়ার কথা বলেন রাষ্ট্রপতি।
এদিকে, ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ফ্রান্স বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং রপ্তানির গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। বাংলাদেশে বিদেশি বিনিয়োগের উজ্জ্বল সম্ভাবনা তুলে ধরে রাষ্ট্রপতি বিনিয়োগের আহ্বান জানান।
দেশের মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সহযোগিতা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন আবদুল হামিদ।
বাংলাদেশের সাথে ফ্রান্সের কূটনীতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন করায় ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে ওমান এবং ফ্রান্সের নতুন রাষ্ট্রদূতগণ বাংলােেশ দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়–য়া, সামরিক সচিব মেজর জেনারেল এসএম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গভবনে পৌঁছুলে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্ট (পিজিআর) এর একটি অশ্বারোহী দল রাষ্ট্রদূতদের পৃথক ‘গার্ড অব অনার’ প্রদান করে।

বাংলাদেশ সময়: ২২:৫৪:০২   ৩১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাঙ্গামাটিতে ঘুষ লেনদেনে সার্ভেয়ার জেনন চাকমাকে গ্রেফতার ও বরখাস্তের দাবিতে মানববন্ধন
আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে এনসিপি : সারজিস আলম
প্রবল শক্তি নিয়ে ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা
রাজনৈতিক ভুলে ফ্যাসিস্টদের কবলে পড়া যাবে না : মির্জা ফখরুল
গভীর সমুদ্রে মৎস্য আহরণে বাংলাদেশকে সহায়তা দেবে এফএও
চট্টগ্রামে দুই রেস্টুরেন্টকে জরিমানা
প্রতীক তালিকায় শাপলা না থাকায় এনসিপিকে বরাদ্দ দেওয়া যায়নি : ইসি সচিব
ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত
সাতক্ষীরায় হারানো মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত
আজ বিশ্ব মান দিবস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ