বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধ হওয়া উচিত: নিক্সন চৌধুরী

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধ হওয়া উচিত: নিক্সন চৌধুরী
বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২



বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধ হওয়া উচিত: নিক্সন চৌধুরী

সারা দেশে বিদ্যালয়গুলোতে ম্যানেজিং কমিটির নিয়োগ বাণিজ্য বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী (নিক্সন)।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে শহরের কবি জসিমউদদীন হলে ফরিদপুর জেলা পরিষদ আয়োজিত কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন চৌধুরী নিক্সন।

তিনি বলেন, সারা দেশের বিদ্যালয়গুলোতে ম্যানেজিং কমিটির নির্বাচন ব্যাপক ঢাকঢোল পিটিয়ে অনুষ্ঠিত হয়। তারা যেভাবে নির্বাচন করেন সেভাবে এমপি চেয়ারম্যানরাও করেন না। নির্বাচনে তারা ব্যাপক অর্থ ব্যয় করেন। নির্বাচিত হয়েই রাজনীতি, স্বজনপ্রীতি, দুর্নীতি, নিয়োগ বাণিজ্য শুরু করেন। কোথাও কোথাও শুনি একজন শিক্ষক-কর্মচারী নিয়োগে গভর্নিং বডি ২০ লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এই সব বন্ধ হওয়া উচিত।

ফরিদপুর-৪ আসনের এই সংসদ সদস্য বলেন, সারাদেশের প্রতিটি বিদ্যালয়ের ৪ তলা করে ভবন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সরকারের আমলে শিক্ষাখাতে যত উন্নয়ন হয়েছে তা বিগত দিনের কোনো সরকারের আমলেই হয়নি। শিক্ষাখাতে প্রধানমন্ত্রীর এ অভাবনীয় উন্নয়নের উদ্দেশ্য হচ্ছে একটি সুশিক্ষিত জাতি গড়ে তোলা। শিক্ষক নিয়োগ বাণিজ্য বন্ধ করা না গেলে প্রধানমন্ত্রীর সেই উদ্দেশ্য বাস্তবায়নে বাধা সৃষ্টি করবে।

তিনি এ সময় আরও বলেন, আপনাদের সামনে যেমন বললাম আবার প্রধানমন্ত্রীকেও বিষয়টি বলব।

নিক্সন চৌধুরী নিজ নির্বাচনী এলাকার কথা উল্লেখ করে বলেন, ২০১৪ সালে যখন প্রথম সংসদ সদস্য নির্বাচিত হলাম সকালে উঠেই দেখতাম বিদ্যালয়ের ভবন আর বিদ্যুৎ সংযোগের সুপারিশ নিয়ে অনেকে অপেক্ষা করছে। আমার এলাকার বেশিরভাগ বিদ্যালয়ের ভবন ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে সব বিদ্যালয়েই ভবন নির্মাণ করে দেয়া হয়েছে। এখন ভবন দেয়ার মতো বিদ্যালয়ও নেই, বিদ্যুৎ সংযোগও কোথাও বাকি নেই আর সুপারিশ নিয়েও কেউ অপেক্ষায় নেই। এই সবই সম্ভব হয়েছে শেখ হাসিনা ক্ষমতায় ছিল বলে।

পরে নিক্সন চৌধুরী এসএসসি ও এইচএসসি পর্যায়ের ৩২১ জন কৃতী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুজিবুর রহমানের সভাপতিত্বে কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা ও সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭:২০:১৬   ৩০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে সহজেই হারাতে পারব: সৌম্য
বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদতবার্ষিকী, শ্রদ্ধা বিশিষ্টজনদের
তুরস্কে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
শেষ পর্যন্ত অভিশংসনেই বিদায় দ. কোরিয়ার প্রেসিডেন্টের
শহিদ বুদ্ধিজীবী দিবস আজ
সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে সুসম্পর্ক চাই: পররাষ্ট্র উপদেষ্টা
দ্বিতীয় দফা অভিশংসনের মুখে ইউন সুক
আজ ১৪ ডিসেম্বর দিনাজপুর মুক্ত দিবস
প্রতিবিপ্লব করার ক্ষমতা আওয়ামী লীগের নেই : মাহবুব উদ্দিন খোকন
খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী নির্বাচন হবে : মির্জা ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ