নৌকায় ভোট চাইতে রংপুরে কেন্দ্রীয় নেতারা

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌকায় ভোট চাইতে রংপুরে কেন্দ্রীয় নেতারা
রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২



নৌকায় ভোট চাইতে রংপুরে কেন্দ্রীয় নেতারা

মোস্তাফিজার রহমান রংপুর প্রতিনিধি : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে এবার মাঠে নেমেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। প্রচারণার নবম দিনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগের পাশাপাশি নৌকায় ভোট চেয়ে করেছেন পথসভা। কেন্দ্রীয় নেতাদের দাবি, রংপুরবাসী নৌকার মেয়র উপহার দেবেন প্রধানমন্ত্রীকে।
শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত নগরীর আরকে রোড টেক্সটাইল মোড়, পার্বতীপুর বাজার, বউবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। এ সময় গণসংযোগে অংশ নেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, সাখওয়াত হোসেন শফিক, ত্রাণ বিষয়ক সম্পাদক সুজিত কুমার নন্দি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।
রাতে নগরীর ৮ নম্বর ওয়ার্ডের বউবাজার এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের মতো রংপুরেও উন্নয়ন করেছেন, সেই ধারাবাহিকতায় রংপুর বিভাগ, সিটি কর্পোরেশন, বিশ্ববিদ্যালয়, ছয় লেন সড়ক, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সবখাতেই উন্নয়ন করেছেন। শুধু রংপুর সিটি কর্পোরেশনে নৌকার প্রতিনিধি না থাকায় জনগণের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। এবার সুযোগ এসেছে প্রধানমন্ত্রীকে রংপুর সিটি উপহার দিয়ে উন্নয়ন বুঝে নেওয়ার।
তিনি বলেন, কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে রংপুর নগরবাসী আর ভুল করবে না। গণসংযোগে অনেক সাড়া মিলেছে। মেয়র পদে অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়াকে নৌকা প্রতীকে ভোট দিতে ভোটাররা মুখিয়ে আছেন। নগরবাসীর ভোটে এবার উন্নয়নের প্রতীক নৌকার জয় হবেই ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রার্থী নির্বাচিত হলে রংপুরে আরও বেশি উন্নয়ন হবে। প্রধানমন্ত্রী রংপুরের দায়িত্ব নিয়েছেন বলেই উন্নয়নের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ডালিয়াকে মেয়র পদে দিয়েছেন। এখন রংপুরবাসীর দায়িত্ব প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করা।
রংপুর সিটির উন্নয়নের স্বার্থে জনগণ নৌকার পক্ষে রায় দিয়ে বিপুল ভোটে নির্বাচিত হবেন দাবি করে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া বলেন, আধুনিক ও মডেল সিটি কর্পোরেশন গড়তে রংপুরে একজন নৌকার জনপ্রতিনিধি প্রয়োজন। রংপুরে বিগত সময়ে যত উন্নয়ন হয়েছে, তার সবই হয়েছে শেখ হাসিনার হাত ধরে। তাই জনগণ এবার ঋণ শোধ করতে চায়। সঙ্গে পরিকল্পিত উন্নয়নের স্বার্থে রংপুরবাসী এবার নৌকা প্রতীকে ভোট দেবেন।
প্রসঙ্গত, আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ওইদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন ভোটাররা। এবার মেয়র পদে ৯ জনসহ মোট ২৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটি রংপুর সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচন। এর আগে ২০১৭ সালের ২১ ডিসেম্বর এ সিটিতে সর্বশেষ নির্বাচন হয়েছিল। ওই নির্বাচনে একটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হলেও এবার পুরো সিটির ২২৯টি কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন।

বাংলাদেশ সময়: ১৩:৪১:৩৮   ৩৪৯ বার পঠিত   #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গভীর সমুদ্রে মৎস্য আহরণ ও ফল রপ্তানিতে বাংলাদেশকে সহায়তার আশ্বাস
আগামীকাল নারায়ণগঞ্জে আসছেন আইন উপদেষ্টা
ইতিহাসের এই দিনে
আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
গণযোগাযোগ অধিদপ্তরের নতুন মহাপরিচালক আবদুল জলিল
জামালপুরে চাঁদা না পেয়ে ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ, স্থানীয় যুবকের বিরুদ্ধে অভিযোগ
বিএনপির নাম বিক্রি করে এমপি হতে চাইলে ছাড় দেওয়া হবে না: টিপু
রাজনীতিতে আসছি সেবা করতে, ব্যবসা করতে না: মাসুদুজ্জামান
মাঠ থাকা সত্ত্বেও শিশুরা এখন ফোন নিয়ে পড়ে থাকে: ডিসি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ