মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম বৈঠক অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২তম বৈঠক অনুষ্ঠিত
মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২



---

ঢাকা, ২০ ডিসেম্বর ২০২২ : একাদশ জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৩২ তম বৈঠক কমিটির সভাপতি র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, তানভীর ইমাম, আশেক উল্লাহ রফিক, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশগ্রহণ করেন।

বিজয়ের মাস ডিসেম্বরে সকলকে শুভেচ্ছা জানিয়ে বৈঠক শুরু করা হয়।

বৈঠকে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বেসামরিক বিমান পরিচালনাকারী মালিকদের যৌক্তিক চাহিদাগুলোর সাথে কমিটি থেকে গৃহীত জাতীয় রাজস্ব বোর্ড, বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মণ্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো একত্রিত করে তাদের সাথে বৈঠক করার সুপারিশ করা হয়।

কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম ও হসপিটালিটি বিভাগ থেকে পাস করা ছাত্রছাত্রীদের দক্ষতা বৃদ্ধির জন্য দেশে অবস্থিত থ্রি স্টার থেকে ফাইভ স্টার হোটেলে ৬ (ছয়) মাসের ইন্টার্নীশীপ প্রশিক্ষণ গ্রহনের জন্য সংশ্লিষ্ট হোটেলগুলোর সাথে বৈঠক করার সুপারিশ করা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:২১:৩১   ২২২ বার পঠিত