নাসিকের শেখ রাসেল পার্ক পরিদর্শনে রাজশাহীর মেয়র 

প্রথম পাতা » ছবি গ্যালারী » নাসিকের শেখ রাসেল পার্ক পরিদর্শনে রাজশাহীর মেয়র 
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



নাসিকের শেখ রাসেল পার্ক পরিদর্শনে রাজশাহীর মেয়র 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্মিত শেখ রাসেল পার্ক পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এ সময় পার্কের ভিতরে বাহিরে ইর্কো আইটেম করায় নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রশংসা করেছেন তিনি।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় দিক দেওভোগস্থ শেখ রাসেল পার্কে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র গাড়ী চড়ে প্রবেশ করেন তিনি। তার সাথে ছিলেন, বডিগার্ড সহ ৪জন।

জানা যায়, বিকালে শেখ রাসেল পার্কে ভিতরে প্রবেশ করেন মেয়র লিটন। এ সময় তিনি পার্কের প্রতিটি স্থানে যান এবং তার মোবাইল দিয়ে ছবি ও ভিডিও করেন। আকস্মিক পরিদর্শনে আসার সংবাদ নাসিক মেয়র ডা. আইভীকে জানান পার্কের দায়িত্বে থাকা কর্মকর্তারা। পরে মেয়র লিটনকে মুঠোফোনে নগরভবনে চা চক্রের আমন্ত্রণ জানান মেয়র আইভী।

এরপর পার্ক ঘুরে নগরভবনে যান মেয়র লিটন। ওখানে দুই মেয়র চা চক্রে আলাপচারিতায় উঠে আসে শেখ রাসেল পার্কের ইতিহাস। এ সময় মেয়র লিটনকে প্রেম বাঁধা শেখ রাসেল পাকের্র একটি ছবি তুলে দেন মেয়র আইভী। চা চক্রের পর পুনরায় শেখ রাসেল পার্কে পরিদর্শনে যান তারা। এ সময় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, নাসিক সিইও শহিদুল ইসলাম, মেয়র পিএ আবুল হোসেন প্রমুখ।

সন্ধ্যার কিছু আগে দুই মেয়র আসেন শেখ রাসেল পার্কে। পার্কে মঞ্চ, ইকো আইটেমের সুইমিংপুল, খেলা মাঠসহ পুরো পার্ক ঘুরে দেখেন। মেয়র আইভী প্রশংসা করে মেয়র লিটন বলেন, এই শেখ রাসেল পার্ক সারা বাংলাদেশের আলোচিত পার্ক হিসেবে পরিচয় দিবে। সবচেয়ে সুন্দর লেগেছে পার্কে ভিতরে ইকো আইটেম করা হয়েছে। এমন পার্ক আসলে মেয়র আইভী প্রশংসার অধিকারী রাখে।

বাংলাদেশ সময়: ১৯:৪১:২৮   ৩৮২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মাদক সেবনের ছবি ভাইরাল হওয়ায় জামালপুরে পদ হারালেন ছাত্রদল নেতা
উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত
বাফার প্রশাসককে অপসারণ করে নির্বাচিত পর্ষদ পুনর্বহালের দাবি
প্লাস্টিক সার্জারির অভিযোগ অস্বীকার যেসব পাকিস্তানি তারকার
ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টায় নির্বাচন নিয়ে টালবাহানা : দুদু
ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ক্লাব বিশ্বকাপ জয়ের বোনাস জোতার পরিবারকে দিল চেলসি
হজ কার্যক্রমে কেউ ঘুষ নিলে ফাঁসিতে ঝোলানো হবে : ধর্ম উপদেষ্টা
সংসদ ভোটের রোডম্যাপ আগামী সপ্তাহে : ইসি সচিব
সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত হয়েছে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ