সৈয়দ আলী সরদার-আজিরুন নেছা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুন্নতে খাৎনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৈয়দ আলী সরদার-আজিরুন নেছা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে সুন্নতে খাৎনা
বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২



---

নিজস্ব সংবাদদাতা: মানুষের সেবার চেয়ে মহৎ কিছু নেই। নানাভাবে মানুষের কল্যাণে কাজ করা যায়। তবে বিনাস্বার্থে কাজ, তাদের মধ্যে উত্তম।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী পরগণার গঙ্গানগরে সুন্নতে খাৎনা, চিকিৎসাসেবা ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল এসব কথা বলেন।

প্রধান অতিথি আরও বলেন- সৈয়দ আলী সরদার-আজিরুন নেছা ফাউন্ডেশন মানুষের সেবায় ও কল্যাণে তেমনিভাবে কাজ করে যাচ্ছে। ফাউন্ডেশনের এমন কাজ অন্যদের জন্য উদাহরণ হয়ে থাকবে।

সৈয়দ আলী সরদার-আজিরুন নেছা স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. শওকত আলী।

ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন রকিব উদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠানটি শুভ উদ্বোধন করেন- খালেক মাস্টার ডায়বেটিক হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ এ. কে. শফিউদ্দিন আহমেদ মিন্টু।

লায়ন রকিব জানান- অনুষ্ঠানে ৫০ জন শিশুকে বিনামূল্যে সুন্নতে খাৎনা করানো হয়। এছাড়াও অনুষ্ঠানে ৭৫ জন শিশুকে শিক্ষা উপকরণ দেওয়া হয়। প্রায় দুই শতক নারী-পুরুষ রক্তের গ্রুপ এবং ডায়বেটিস নির্ণয় করেন। তিনি জানান- বিগত পাঁচ বৎসর যাবৎ ফাউন্ডেশনটি ধারাবাহিকভাবে এসব ধরণের আয়োজন করে আসছে।

অনুষ্ঠানে সদ্য নির্বাচিত নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীলকে সংবর্ধনা দেওয়া হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন রকিব উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এসময় সাংবাদিক ও ছড়াকার মোহাম্মদ নেয়ামত উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বক্তাবলী ইউনিয়ন পরিষদের সদস্য হাজী ওমর ফারুক, রাসেল চৌধুরী, সংরক্ষিত নারী ইউপি সদস্য পিংকি আক্তার, আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য শাহীন রাজু, আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসাইন প্রমূখ।

বাংলাদেশ সময়: ১৯:৩৮:৩৭   ২১৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাদর্শ শোষণ-বঞ্চনামুক্ত ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অনুপ্রেরণা যোগায় - ভূমিমন্ত্রী
রূপগঞ্জে আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার
মুসলিম দেশগুলোর ঐক্য ফিলিস্তিনিদের দুর্দশা কমাতে পারে : প্রধানমন্ত্রী
বিশ্বশান্তি ও মানবতার লক্ষ্যে কাজ করেছেন রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধু - সংস্কৃতি প্রতিমন্ত্রী
‘সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্র কিনেছে ৭ আন্তর্জাতিক কোম্পানি’
কুষ্টিয়ায় শিলাইদহে রবীন্দ্র জয়ন্তীতে দুদিন ব্যাপী অনুষ্ঠান
আলোচনাকারীরা যুদ্ধবিরতির কাজ এগিয়ে নেওয়ার সময় গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল
বান্দরবানে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ
তেঁতুলিয়া সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত
পিএসজিকে হতবাক করে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ডর্টমুন্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ