বরিশালে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আটক তিন কারবারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » বরিশালে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আটক তিন কারবারি
মঙ্গলবার, ৩ জানুয়ারী ২০২৩



বরিশালে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ আটক তিন কারবারি

বরিশালে পৃথক অভিযানে ১৩ কেজি ৬শ’ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে কোষ্টগার্ড ও পুলিশ।

মঙ্গলবার (৩ জানুয়ারি) দুপুরে তাদের পক্ষ থেকে পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

কোষ্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বরিশাল স্টেশানের কমান্ডার লেফটেন্যান্ট এম আতাহার আলীর নেতৃত্বে কীর্তনখোলা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঢাকা হতে বরিশালগামী যাত্রীবাহী লঞ্চ এম ভি মানামি লঞ্চে তল্লাশি করে দুটি ব্যাগ থেকে ১০ কেজি ৬০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি মো. মানিক মিয়াকে (২১) আটক করা হয়।

আটক মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বগাবাড়ি গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে জব্দ গাঁজা এবং আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বরিশাল কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল।

এদিকে অপর এক অভিযানে বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানাধীন চরকাউয়া ইউনিয়নের জিরোপয়েন্টে অভিযান চালায় পুলিশ।

এসময় তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি রাব্বি কাজী (২১) ও সিহাব সিকদারকে (২৪) আটক করা হয়। আটকদের মধ্যে সিহাব সিকদার বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার গাগুরিয়া এলাকার ও রাব্বি কাজী বরিশাল নগরের ৬ নম্বর ওয়ার্ড কলাপট্টি এলাকার বাসিন্দা।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬:০০:৫৯   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ জলবায়ু সংকটকে অর্থনৈতিক সুযোগে রূপ দিতে পারে: ডেনিশ রাষ্ট্রদূত
১২ ফেব্রুয়ারি ফয়সালা হয়ে যাবে, কে রাষ্ট্র ক্ষমতায় আসবে : জয়নুল আবদিন
নারীদের জন্য অভিযোজন কেন্দ্র বাস্তবায়নের পরিকল্পনা নাসিকের
বিএনপি করতে হলে সুনাগরিক হতে হবে: সাখাওয়াত
বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের প্রতিনিধি দলের বৈঠক
নীতি ও আদর্শভিত্তিক রাষ্ট্র গঠনে ঐক্যের প্রয়োজন : মুফতি ফয়জুল করীম
শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ
বয়স্কভাতা কার্যক্রমে প্রকৃত দুস্থ ও বয়স্ক নাগরিককে আওতাভুক্ত করা হবে - সমাজকল্যাণ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ