গোবিন্দকে ‘অপেশাদার’ বললেন নির্মাতা

প্রথম পাতা » ছবি গ্যালারী » গোবিন্দকে ‘অপেশাদার’ বললেন নির্মাতা
বুধবার, ১১ জানুয়ারী ২০২৩



গোবিন্দকে ‘অপেশাদার’ বললেন নির্মাতা

আশি-নব্বইয়ের দশকে বলিউডে রাজ করা অভিনেতা গোবিন্দ। ১৪-১৫ বছর টানা কাজ করেছেন কিন্তু ধীরে ধীরে বলি ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যাচ্ছেন তিনি। এর জন্য অভিনেতাকেই দায়ী করেছেন অনেকে। ইতিমধ্যে গোবিন্দের ‘অপেশাদার’ আচরণ নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন অনেক নির্মাতা-প্রযোজকরা। এমনকি অনেক তারকাও ক্ষুব্ধ অভিনেতার তার আচরণে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দের ‘অপেশাদার’ আচরণ নিয়ে মুখ খুলেছেন বলি অভিনেতা তিনু বর্মা। শুধি তিনু নন গোবিন্দের অপেশাদারি আচরণগুলো নিয়ে মুখ খুলেছেন আরো অনেক নির্মাতা, প্রযোজক, তারকারা।

তিনু বর্মা বলেন, ‘শুটিংয়ে কখনও সঠিক সময়ে আসতেন না গোবিন্দ। প্রায় সময়ই তার জন্য অপেক্ষা করতে হতো সেটের সবাইকে। এ ছাড়া একদিনে তিনটি ছবির শুটিং করবেন বলে কথা দিয়ে দিতেন তিনি।
তিনু বর্মা আরও বলেন, গোবিন্দ কখনও নিজের দেওয়া কথা রাখতে পারতেন না। তার শুটিংয়ে সঠিক সময়ে না আসার বিষয়টা বলিপাড়ার অনেক প্রযোজক ও পরিচালকদের নজরে পড়তে শুরু করে। আর এ কারণেই তার কাছে কাজের সুযোগও কম আসতে শুরু করে।
প্রযোজক বিজয় বলেন, শুটিংয়ে গোবিন্দের কথামতো হোটেলে একটি রুম বুক করেন। তিনি ভেবেছিলেন, শুটিংয়ের আগের দিন হোটেলে বিশ্রাম নিয়ে সেখান থেকেই শুটিংয়ের দিকে রওনা দেবেন গোবিন্দ। পরের দিন সকালে শুটিং সেটে সবাই রেডি হয়ে গোবিন্দের জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও দেখা মেলেনি তার। বারবার ফোনে যোগাযোগ করেও পাওয়া যায়নি তাকে। পরে হোটেলে খোঁজ নিয়ে জানা যায়, গোবিন্দ আগের দিন হোটেলে যায়নি। এ কারণে ওই দিনের মতো শ্যুট বাতিল করতে বাধ্য হন প্রযোজক।

এর আগে গোবিন্দের অপেশাদারিত্ব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ডেভিড ধাওয়ান-অনুরাগ বসুরাও। এমনকি গোবিন্দের চরিত্র নিয়েও অনেক বিতর্ক ছিল বলিপাড়ায়। গোবিন্দ নাকি যে সহঅভিনেত্রীর সঙ্গে কাজ করতেন, তার সঙ্গেই পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়তেন।
তবে গোবিন্দ বিষয়টি অস্বীকার করে বলেন, বহু বছর কাজ করে কেউ সাফল্যের চূড়ায় পৌঁছে গেলে অনেকেই চান তাকে থামিয়ে দিতে। এক সময় যাদেরকে কাছের মানুষ মনে করেছিলাম, তারাই গুজব ছড়াচ্ছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস

বাংলাদেশ সময়: ১১:১২:৪২   ৩১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


নভেম্বরের মধ্যেই গণভোট চায় জামায়াত, যুক্তি তুলে ধরলেন তাহের
ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনে উড়াল সেতুর পরিকল্পনা নেওয়া হয়েছে : সড়ক উপদেষ্টা
ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে: পরিবেশ উপদেষ্টা
গাজাগামী ত্রাণবাহী নতুন নৌ-বহর আটকে দিয়েছে ইসরাইল
বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারে দৃঢ় প্রতিশ্রুতি
বিশ্ব অর্থনীতি প্রত্যাশার চেয়ে ভালো অবস্থায় আছে : আইএমএফ
ত্যাগীদেরই মূল্যায়ন করা হবে: অ্যাডভোকেট টিপু
মেয়েরা আজ সবক্ষেত্রে জয়ী: কন্যাশিশু দিবসের আলোচনায় ডিসি
আফগানদের ২২২ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ
বাসাবাড়িতে আর পাইপ লাইনের গ্যাস সংযোগ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ