নৌ মন্ত্রণালয়ের অডিট আপত্তিগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » নৌ মন্ত্রণালয়ের অডিট আপত্তিগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ
বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩



নৌ মন্ত্রণালয়ের অডিট আপত্তিগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২৩ : একাদশ জাতীয় সংসদের সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির ১০১তম বৈঠক কমিটি সভাপতি মোঃ রুস্তম আলী ফরাজী-এর সভাপতিত্বে আজ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মনজুর হোসেন, আহসানুল ইসলাম টিটু ও বেগম ওয়াসিকা আয়শা খান অংশগ্রহণ করেন।

পরিবহন অডিট অধিদপ্তর কর্তৃক নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর ২০১৯-২০২০ অর্থবছরের হিসাব সংক্রান্ত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল এর কমপ্লায়েন্স অডিট রিপোর্ট নম্বর-২৭/২০২১ এ অন্তর্ভুক্ত অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০১, ০২, ০৩, ০৪, ০৫, ০৬, ০৭, ০৮, ০৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫ ও ২৬ নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০২, ০৩, ০৮, ৯(২), ৯(৩), ১১(৩), ১১(৪), ১৬, ১৭, ১৮, ২০ (আংশিক), ২১, ২৫ নিষ্পত্তি এবং ২২ ও ২৩ প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে নিষ্পত্তিযোগ্য ঘোষণা করা হয়। অডিট আপত্তির ২৪ নং অনুচ্ছেদে উল্লিখিত পিপিআর, ২০০৮ এর বিধি ৬৪(১) ও ১২৭(২) (গ) লঙ্ঘিত হওয়ায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

সভায় কমিটির বিগত ৯৮তম, ৯৯তম ও ১০০তম বৈঠকের সিদ্ধান্ত দৃঢ়ীকরণের বিষয়ে পর্যালোচনা করা হয়।

বৈঠকে বিবিধ সিদ্ধান্তে অনুচ্ছেদ নং-০৮ এ পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন অনুযায়ী অধিকতর যাচাই-বাছাই পূর্বক তথ্য প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং অনুচ্ছেদ নং-০৬ প্রমাণক সাপেক্ষে নিষ্পত্তিযোগ্য সুপারিশ করা হয়।

বৈঠকে উত্থাপিত অডিট আপত্তিগুলো পর্যালোচনা ও বিশ্লেষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়।

বৈঠকে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়, সিএজি কার্যালয় ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১২:২০   ৩৩৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিরাজগঞ্জে ১৭ ম্যাজিস্ট্রেট নিয়োগ, ভোটকেন্দ্র পরিদর্শন করছে পুলিশ
জাতির ওপর থেকে এখনো কালো ছায়া যায়নি: জামায়াত আমির
ছাত্রশিবিরের নতুন সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
দীর্ঘ ১৯ বছর পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান
৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করলো ডিএনসিসি
কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৫ ফ্লাইট গেল কলকাতা
ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়ার অঙ্গীকার ছাত্রশিবিরের : বিদায়ী সভাপতি
জনগণকে শাহবাগে আসার আহ্বান ইনকিলাব মঞ্চের
টস জিতে সিলেটকে ব্যাটিংয়ে পাঠাল রাজশাহী, একাদশে আছেন যারা
তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন হবে : ফখরুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ