আল কোরআন
বিসমিল্লাহির রাহমানির রাহিম
সূরা তাওবা১
মদীনায় অবতীর্ণ।
আয়াত : ১২৯; রুকূ : ১৬
১. আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ হতে অব্যাহতি (সম্পর্কচ্ছেদের ঘোষণা কর) মুশরিকদের প্রতি যাদের সাথে তোমরা সন্ধি করেছিলে।
২. সুতরাং (হে মুশরিকরা!) তোমরা এ ভূ-ম-লে চার মাস বিচরণ করে নাও এবং জেনে রেখো, তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না, আর নিশ্চয় আল্লাহ কাফেরদেরকে অপদস্থ করবেন।
আল হাদিস
যে ধরনের আকা´খা নিষেধ
আনাস রাদিয়াল্লাহু ‘আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: আমি যদি নবী সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লামকে বলতে না শুনতাম যে, “তুমি মৃত্যু কামনা করো না”, তবে আমি নিশ্চয়ই তা কামনা করতাম।
[বুখারী: ৭২৩৩]
বাংলাদেশ সময়: ০:০৪:০৯ ২৩৭ বার পঠিত