না’গঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » না’গঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



না’গঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা স্থানীয় সাংবাদিক সংগঠন বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

রবিবার (২২ জানুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় সাংবাদিকদের নিয়ে পুলিশের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় একটি বিষয় নিয়ে বেশ অনেকক্ষণ আলোচনা হয়, তা হচ্ছে মাদক। আর এই মাদক থেকেই কিশোর গ্যং এর সৃষ্টি হয়। বর্তমান সমাজে যতরকম অন্যায় অত্যাচার সহ খুনের মতো অসংখ্য বেআইনী কর্মকান্ড ক্রমশ বেড়েই চলেছে। তাই মাদকের প্রতি সোচ্চার থেকে মাদক, ছিনতাই, ইভটিজিং সহ কিশোর বা যুবকদের বিনা কারণে রাতে ঘোরাঘুরি থেকে বিরত রাখতে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা’র প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন- আমি আপনাদের মাঝে নতুন তাই আমাকে আপনাদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করবেন আশা করছি। এবং আমি বিশ্বাস করি, পূর্বের অফিসার ইনচার্জ মশিউর রহমান স্যার আপনাদের সঙ্গে মিলেমিশে অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সহযোগিতায় কাজ করে গিয়েছেন। ঠিক তেমনি করেই আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাকেও সাহায্য করবেন।

তিনি আরও বলেন- কাজ করতে গেলে ভুল হবেই। এই ভুলকে আলোচনার মাধ্যমে সঠিক সমাধান কি করে করা যায় তা আমরা করবো। এবং সরকার রাষ্ট্রীয় যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি সহ আমার থানার সকল পুলিশ যেকোনো বিনিময়ে তা পালন করবো। এবং মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হবেনা, সে যে কেউই হোক। আপনাদের সেবায় আমরা সব সময় নিয়োজিত। তাই যে কোনো সময় আপনার সমস্যার সমাধানের জন্য সরাসরি থানায় চলে আসবেন। আমার দরজা আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা।

মাদক প্রসঙ্গে তিনি বলেন- আমরা অতি শীঘ্রই মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করবো। এর জন্য প্রতিটি ওয়ার্ডের কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের তালিকা চিহ্নিত করছি। এর জন্য প্রতিটি মহল্লার দায়িত্ববানদের প্রতি অনুরোধ করছি একইসাথে আপনাদের সাংবাদিকদের কাছ থেকে সর্বোপরি সহায়তা কামনা করছি। তাহলেই হয়তো অপরাধ দমন করা সম্ভব হবে।

এসময় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক’র সভাপতিত্বে থানার সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:০৩   ৪৩০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


জামালপুরে ছাগলে ফসল নষ্ট করার প্রতিবাদ করায় কৃষক দম্পতিকে মারধর ও ঘর ভাঙচুর
জাতির সেবায় সদাপ্রস্তুত আনসার-ভিডিপি সদস্যরা: মহাপরিচালক
নতুন বিশ্বব্যবস্থা কেমন হবে, চীন যে বার্তা দিল
ক্ষমতার লোভে আওয়ামী লীগ একের পর এক ভুয়া ভোট করেছিল : মঈন খান
মহেশখালী-মাতারবাড়ীতে নতুন শহরের জন্ম হবে: প্রধান উপদেষ্টা
রোহিঙ্গা সংকট সমাধানে নতুন সম্মেলন আয়োজনের প্রস্তাব এপিএইচআরের
২০২৯ সালের পরও ইইউতে জিএসপি সুবিধা পেতে ফ্রান্সের সহায়তা কামনা ঢাকার
ইসলামপুরে দুই গ্রুপের বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি নির্বাচিত হলে স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াবে : আমির খসরু
এমন কোনো শক্তি নেই যে আগামীর নির্বাচনকে বাধাগ্রস্ত করবে : বাবুল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ