না’গঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » না’গঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিবার, ২২ জানুয়ারী ২০২৩



না’গঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা: নারায়ণগঞ্জে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা স্থানীয় সাংবাদিক সংগঠন বিভিন্ন প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশদের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

রবিবার (২২ জানুয়ারী) সকালে সিদ্ধিরগঞ্জ থানায় সাংবাদিকদের নিয়ে পুলিশের এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় একটি বিষয় নিয়ে বেশ অনেকক্ষণ আলোচনা হয়, তা হচ্ছে মাদক। আর এই মাদক থেকেই কিশোর গ্যং এর সৃষ্টি হয়। বর্তমান সমাজে যতরকম অন্যায় অত্যাচার সহ খুনের মতো অসংখ্য বেআইনী কর্মকান্ড ক্রমশ বেড়েই চলেছে। তাই মাদকের প্রতি সোচ্চার থেকে মাদক, ছিনতাই, ইভটিজিং সহ কিশোর বা যুবকদের বিনা কারণে রাতে ঘোরাঘুরি থেকে বিরত রাখতে সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা’র প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সাংবাদিকবৃন্দ।

সিদ্ধিরগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন- আমি আপনাদের মাঝে নতুন তাই আমাকে আপনাদের পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করবেন আশা করছি। এবং আমি বিশ্বাস করি, পূর্বের অফিসার ইনচার্জ মশিউর রহমান স্যার আপনাদের সঙ্গে মিলেমিশে অন্যায়ের বিরুদ্ধে আপনাদের সহযোগিতায় কাজ করে গিয়েছেন। ঠিক তেমনি করেই আপনারা সাংবাদিক ভাইয়েরা আমাকেও সাহায্য করবেন।

তিনি আরও বলেন- কাজ করতে গেলে ভুল হবেই। এই ভুলকে আলোচনার মাধ্যমে সঠিক সমাধান কি করে করা যায় তা আমরা করবো। এবং সরকার রাষ্ট্রীয় যে দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি সহ আমার থানার সকল পুলিশ যেকোনো বিনিময়ে তা পালন করবো। এবং মাদকের বিরুদ্ধে কোনো ছাড় দেয়া হবেনা, সে যে কেউই হোক। আপনাদের সেবায় আমরা সব সময় নিয়োজিত। তাই যে কোনো সময় আপনার সমস্যার সমাধানের জন্য সরাসরি থানায় চলে আসবেন। আমার দরজা আপনাদের জন্য ২৪ ঘন্টা খোলা।

মাদক প্রসঙ্গে তিনি বলেন- আমরা অতি শীঘ্রই মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করবো। এর জন্য প্রতিটি ওয়ার্ডের কিশোর গ্যাং ও মাদক ব্যবসায়ীদের তালিকা চিহ্নিত করছি। এর জন্য প্রতিটি মহল্লার দায়িত্ববানদের প্রতি অনুরোধ করছি একইসাথে আপনাদের সাংবাদিকদের কাছ থেকে সর্বোপরি সহায়তা কামনা করছি। তাহলেই হয়তো অপরাধ দমন করা সম্ভব হবে।

এসময় সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক’র সভাপতিত্বে থানার সকল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৫৪:০৩   ৪১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


গণতন্ত্র নস্যাৎ করতে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা চলছে: ড. মঈন খান
তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে কৃষক দলের বিক্ষোভ
টালবাহানা বাদ দিয়ে দ্রুত ভোটের আয়োজন করুন : রুমিন ফারহানা
কাপ্তাই হ্রদের উন্নয়নে দুই উপদেষ্টার মতবিনিময়
আইসিডিডিআর, বি ও ডিপিই’র ম্যানুয়াল প্রতিবন্ধী শিশুদের চাহিদা পূরণ করবে: কর্মশালায় বক্তারা
বাংলাদেশের মাটি আ. লীগ-বিএনপির শাসন দেখতে চায় না : চরমোনাই পীর
এই মাসে জুলাই সনদ না হলে দায় সরকারের : সালাহউদ্দিন
সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা থানা বিএনপির বিক্ষোভ মিছিল
ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা : জুলাই সনদ তৈরির প্রক্রিয়া হতে হবে স্বচ্ছ ও দৃশ্যমান
জুলাই শহীদদের স্মরণে মহানগর বিএনপির মৌন মিছিল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ