আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে অনেক কষ্ট হয়: শামা ওবায়েদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে অনেক কষ্ট হয়: শামা ওবায়েদ
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬



আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে অনেক কষ্ট হয়: শামা ওবায়েদ

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র, ভোটাধিার, মানবাধিকার ও কথা বলার অধিকারের জন্য সারাজহীবন সংগ্রাম করে গেছেন। বিনা বিচারে জেল খেটেছেন। তিনি আজকে অসুস্থ অবস্থায় আমাদের ছেড়ে চলে গেছেন। আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে অনেক কস্ট হয়। আমি ব্যকিতগতভাবে অনেক ব্যতিত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে শারীরিকভাবে নেই। তবে কর্মের মাধ্যমে তিনি জনগণের মাঝে চিরকাল থেকে যাবে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের তালমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় স্বেচ্ছাসেবক দল আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাকফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি মনে করি তিনি খালেদা জিয়া কর্ম দিয়ে দেশের অভিভাবক হিসেবে পরিণত হয়েছিলেন। দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে ওনার জানাজা স্টোই প্রমাণ করে। তারেক রহমানমহ বাংলাদেশের সুমানধন্য আলেম মিজানুর রহমান আজহারী ও মামুনুল হক নিজে খালেদা জিয়ার কফিনটা বহন করেছিলেন। এতে আরো প্রমাণ করে খালেদা জিয়া শুধু বিএনপির নেতৃত্ব দেননি, ওনি সারা বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন। এবং উপমহাদেশের অবিসংবাদিত নেতা ছিলেন।

শামা ওবায়েদ বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কেউ ভোট দিতে পারে নাই। ২০১৮ সালের নির্বাচনে আমি নিজে প্রার্থী হয়েও ভোটটা দিতে পারি নাই। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সালথা-নগরকান্দার মানুষের জন্য সারাটা জীবন কাজ করে গেছেন। দুটি উপজেলার সবটি মসজিদ মাদরাসায় আমাব বাবার উন্নয়নের ছোয়া ও সহযোগিতা আছে। সম্মানি আলেম-ওলামাদেরও আমার বাবা কখনো খালি হাতে ফেরায় নাই।

বিএনপির এই নেত্রী আরো বলেন, হিন্দু সম্প্রদয়ের মুরব্বিরা যখনই মুন্দির ও শ্মসানের সমস্যা নিয়ে আমার বাবার কাছে গেছেন, তখনই তিনি সমাধান করার চেষ্টা করেছেন। তার সন্তান হিসেবে আমারও দায়িত্ব সালথা-নগরকান্দার মানুষের পাশে থাকার। ১২ তারিখ আসবে, চলে যাবে। কিন্তু সালথা-নগরকান্দার মানুষের সাথে আমার আত্মার সম্পর্ক থেকে যাবে। আপনারা আমাকে একটাবার সুযোগ দিন, আমি সালথা-নগরকান্দার ১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার জন্য কাজ করি।

নগরকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদুল হাসান মিরানের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ জুলফিকার আলী জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন মিঠু, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, যুবদল নেতা তৈয়বুর রহমান মাসুদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২৩:৪৭:১০   ১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
ঝিনাইদহে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে মরহুমা বলতে অনেক কষ্ট হয়: শামা ওবায়েদ
বোয়ালমারীতে পিকআপ ভ্যানে ট্রেনের ধাক্কা, ৩ শ্রমিক নিহত
সরিষাবাড়ীতে ভিজিডির চাল আত্মসাৎ প্রশাসকের বিরুদ্ধে আদালতে মামলা
পেছনের দরজা দিয়ে গণতন্ত্র ধ্বংসের ষড়যন্ত্র এখনো চলছে: ডা. রফিক
২০০৮ সাল থেকেই নির্বাচনব্যবস্থা ধ্বংসের প্রক্রিয়া শুরু : শফিকুল আলম
নারী ও শিশুরা সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ: উপদেষ্টা
চিন্তাশীল নাগরিক ছাড়া কোনো সমাজ এগোতে পারে না: শিক্ষা উপদেষ্টা
রূপগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে আটক ৩

News 2 Narayanganj News Archive

আর্কাইভ