রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা
বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩



রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা

২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী রোববার (১৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচন।

বুধবার (২৫ জানুয়ারি) আগারগাঁওয়ে ইসি ভবনে কমিশন সভা শেষে রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা নেওয়া হবে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টার মধ্যে আগারগাঁও প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে। মনোয়নপত্র যাচাই-বাছাই সোমবার (১৩ ফেব্রুয়ারি)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি)।

ভোটগ্রহণ রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অনুষ্ঠিত হবে।

সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে ৩৪৩ জন সংসদ সদস্য ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনা করবেন প্রধান নির্বাচন কমিশনার।

তিনি আরও জানান, একাধিক প্রার্থী হলে ১৯ ফেব্রুয়ারি সংসদের অধিবেশন কক্ষে নির্বাচনী কর্তা ভোটের আয়োজন করবেন। নির্ধারিত ব্যালট পেপারে পছন্দের প্রার্থীর নাম লিখে নিজের সই দিয়ে তা জমা দেবেন সংসদ সদস্যরা। ভোটের দিন গ্যালারিসহ সংসদ কক্ষে প্রার্থী, ভোটার, ভোট নেওয়ায় সহায়তাকারী কর্মকর্তা ছাড়া সবার প্রবেশাধিকার নিয়ন্ত্রিত থাকবে।

এর আগে মঙ্গলবার দুপুরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠকে বসেন।

আগামী ২৪ এপ্রিল দ্বিতীয় মেয়াদ পূর্ণ হবে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের। পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি হওয়ায় দেশের সংবিধান অনুযায়ী তার আর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সুযোগ নেই। সে কারণে রাষ্ট্রপতি পদে এবার নতুন কাউকে দেখা যাবে।

সংবিধানের ১২৩ (১) অনুচ্ছেদে বলা হয়েছে—রাষ্ট্রপতি পদটি শূন্য হলে মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নির্বাচন করতে হবে।

সংসদীয় গণতন্ত্র চালুর পর ১৯৯১ সালে একাধিক প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি নির্বাচনে একবার সংসদের কক্ষে ভোট করতে হয়েছিল। পরে প্রতিবারই ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ১৩:০৫:৪৪   ৩২৪ বার পঠিত   #  #




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সুন্দরবনে খালে বিষ দিয়ে মাছ ধরায় আটক ৩
হবিগঞ্জে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান ক্লাব মিলন মেলা
রাঙ্গামাটিতে বিজিবির মানবিক সহায়তা
বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা, নারায়ণগঞ্জে ৪ স্তরের নিরাপত্তা
নাগরিকদের নির্বিঘ্ন সেবা দিতে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয় কাজ করছে : ফয়েজ আহমদ তৈয়্যব
নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
আশুগঞ্জ ও বিশ্বরোড অংশের চারলেন কাজ দ্রুত শেষ হবে: সিনিয়র সচিব
হিলি স্থলবন্দর দিয়ে একদিনে এলো ৪৯ ট্রাক কাঁচা মরিচ
পাঁচ বছর পর সিপিএলের শিরোপা জিতল ত্রিনবাগো
ফিলিস্তিনকে চার পশ্চিমা দেশের স্বীকৃতি : স্বাগত জানাল বাংলাদেশ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ