লিটন-রিজওয়ানের ফিফটিতে কুমিল্লার সংগ্রহ ১৬৫

প্রথম পাতা » খেলাধুলা » লিটন-রিজওয়ানের ফিফটিতে কুমিল্লার সংগ্রহ ১৬৫
শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩



লিটন-রিজওয়ানের ফিফটিতে কুমিল্লার সংগ্রহ ১৬৫

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই তারকা ব্যাটসম্যান লিটন দাস এবং মোহাম্মদ রিজওয়ান উভয়ই ব্যাট হাতে রান পেয়েছেন। ফিফটি হাঁকিয়েছেন। এরমধ্যে রিজওয়ান তো ইনিংসের প্রথম বলে নেমে পুরো ২০ ওভারই মাঠে কাটিয়ে দিয়েছেন।

কুমিল্লাও নিজেদের ইনিংসে মোটে ২ উইকেট হারিয়েছে। তবুও খুলনা টাইগার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভার ব্যাটিং করে কুমিল্লা তুলতে পেরেছে ১৬৫ রান। হারের বৃত্ত থেকে বেরোতে খুলনাকে করতে হবে ১৬৬ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নামে কুমিল্লা। এই ম্যাচে দুই দলই একটি করে পরিবর্তন নিয়ে মাঠে নামে। কুমিল্লার পক্ষে একাদশে ফেরেন মুস্তাফিজুর রহমান। অন্যদিকে খুলনার পক্ষে প্রথমবারের মতো সুযোগ পান অ্যান্ডি বালবির্নি।

প্রথমে ব্যাটিং করতে নেমে কুমিল্লার দুই ওপেনার লিটন এবং রিজওয়ান খুব ধীরে শুরু করেন। এর মধ্যে লিটন বাউন্ডারিতে রানের চাকা ঠিক রাখলেও রিজওয়ান একটু বেশিই ধীরে খেলতে থাকেন।

দুই ওপেনার ওপেনিং জুটিতে তোলেন ৬৫ রান। এর মধ্যে রিজওয়ানের ব্যাট থেকে এসেছিল মাত্র ১৫ রান। তাও ১৭ বল খেলে। অন্যপ্রান্তে ৪১ বলে ৯টি চারে ফিফটি পূর্ণ করে ফেলেন লিটন। তবে চার হাঁকিয়ে ফিফটি ছুঁয়েই পরের বলে ক্যাচ তুলে দেন এই ব্যাটসম্যান।

তিনে নেমে এদিন অবশ্য জনসন চার্লস আগ্রাসী মুডে ছিলেন। এই ব্যাটসম্যানই কেবল দেড়শর অধিক স্ট্রাইক রেটে রান তুলে গেছেন। এই সময়ে কুমিল্লাও মিডল ওভারগুলোতে ওভারপ্রতি দশের বেশি করে রান তুলে নেয়।

২২ বলে ৫ ছয়ে চার্লস ৩৯ রান করে ফিরলে আবারও কুমিল্লার রান তোলার গতি কমে যায়। চারে নেমে খুশদিল শাহও এদিন ব্যাট হাতে ঝড় তুলতে পারেননি। ১১ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন তিনি।

অন্যপ্রান্তে রিজওয়ান করেন ৪৭ বলে ৪টি চার ও ১টি ছয়ে ৫৪ রান। খুলনার পক্ষে নাহিদুল এবং ওয়াহাব রিয়াজ ১টি করে উইকেট শিকার করেন।

বাংলাদেশ সময়: ১৬:০০:০৫   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বাংলাদেশে প্রীতি ম্যাচ খেলতে নারী দল পাঠাবে চীন
ফাইনালের আগে ঘুমাতে পারেননি বসুন্ধরার কোচ
শ্বাসরুদ্ধকর এল-ক্লাসিকো, ৫ গোল–৩ লাল কার্ডের দিনে শিরোপা বার্সার
রিশাদের লাহোর জিতলো কিউই তারকার ব্যাটে
খেলোয়াড় দলবদলে একাডেমিগুলোর অর্থ পাওয়ার আশ্বাস তাবিথের
প্রধান উপদেষ্টার সাথে কাতার সফরকে স্বপ্নের মত বললেন চার ক্রীড়াবিদ
কোহলির রেকর্ড গড়া ম্যাচে রাজস্থানকে হারালো ব্যাঙ্গালুরু
গেতাফেকে হারিয়ে শিরোপা দৌড়ে টিকে থাকলো রিয়াল
প্যালেসের সাথে আর্সেনালের ড্র, শিরোপার আরো কাছে লিভারপুল
বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের সহায়তার প্রতিশ্রুতি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ