সিপিডি রাজনৈতিক লক্ষ্য নিয়ে ‌‘স্টাাডি’ করে : কৃষিমন্ত্রী

প্রথম পাতা » কৃষি ও বাণিজ্য » সিপিডি রাজনৈতিক লক্ষ্য নিয়ে ‌‘স্টাাডি’ করে : কৃষিমন্ত্রী
সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩



সিপিডি রাজনৈতিক লক্ষ্য নিয়ে ‌‘স্টাাডি’ করে : কৃষিমন্ত্রী

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) রাজনৈতিক লক্ষ্য নিয়ে অনেক স্টাডি করে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

দেশে বৈদেশিক মুদ্রার অস্থিতিশীলতা, মূল্যস্ফীতির মতো সমস্যা সামনে এলেও উদ্যোক্তারা ‘দুর্নীতিকেই’ ব্যবসার জন্য বড় বাধা হিসেবে দেখছেন। এক জরিপের ভিত্তিতে সিপিডি এ দাবি করে।

এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে দুর্নীতি উধাও হয়ে গেছে এটা আমরা কোনো দিনই দাবি করি না। উন্নয়নশীল দেশে কম-বেশি দুর্নীতি হবেই। বেকারত্ব ও দারিদ্র অনেক বেশি। দুর্নীতি বিশ্বের সব দেশেই আছে। আমেরিকার মতো দেশে দুর্নীতি আছে। বাংলাদেশেও কম-বেশি দুর্নীতি আছে।

তিনি বলেন, এত কিছুর পরেও আমরা যে প্রবৃদ্ধিটা ধরে রেখেছি, এটিকে আপনারা কীভাবে দেখবেন? এটা কী করে হলো, এটা কি কোনো জাদু বলে আমরা বানিয়ে দিয়েছি? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইএমএফ, বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মাল্টিল্যাটারাল ডেভেলপমেন্ট পার্টনার, ডোনাররা- তারাই তো এটি বলছে। তারাই তো মূল্যায়ন করছে।

ড. আব্দুর রাজ্জাক বলেন, কাজেই সিপিডি রাজনৈতিক লক্ষ্য নিয়ে এ ধরনের অনেক স্টাডি করে। একটা রাজনৈতিক শক্তিকে তারা ক্ষমতায় আনতে চাচ্ছে। সিপিডির সঙ্গে যারা কাজ করে তারা অনেকটাই তাদের অংশীদার। কাজেই সেই লক্ষ্য নিয়ে সিপিডি এ গবেষণা কার্যক্রমটি চালিয়েছে। এটা কি ম্যাথোডলজি ছিল, কীভাবে তথ্য সংগ্রহ করেছে। সেটি আমাদের জানতে হবে, আমাদের সামনে সেটি দেখাতে হবে। তাহলেই মনে করব- এটি সঠিক কি না। সিপিডি কোনো ধোয়া তুলশী পাতাও নয়, নিরপেক্ষও নয়।

তিনি আরও বলেন, রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করায় এরমূল্য এদেশে সিপিডিকে দিতে হবে। জনগণ কাউকে ক্ষমা করে না।

বাংলাদেশ সময়: ১৭:২৯:২২   ২৯৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

কৃষি ও বাণিজ্য’র আরও খবর


বাংলাদেশ ও চীনের উন্নয়ন দৃষ্টিভঙ্গি অভিন্ন, ঢাকা-গুয়াংজু সহযোগিতার নতুন দিগন্তে
অন্তর্বর্তী সরকার যতোদিন আছে সারের কোনো সংকট হবে না এবং দামও বাড়বে না: কৃষি উপদেষ্টা
বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতায় পাশে থাকবে চীন: মজিবুর রহমান মঞ্জু
বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া বিনিয়োগ সহযোগিতা বাড়াতে সিইপিএ চুক্তি চূড়ান্তের পথে
মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক আমদানি ২৬.৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নভেম্বর থেকে টিসিবির তালিকায় যোগ হবে আরও ৫ পণ্য: বাণিজ্য উপদেষ্টা
কোন অবস্থাতেই ফসলি জমি নষ্ট করা যাবেনা - কৃষি উপদেষ্টা
পদ্মা সেতুতে ৬.০৩ মেগাওয়াট রুফটপ সৌরবিদ্যুৎ স্থাপনে চুক্তি স্বাক্ষর
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের বৈঠক
চীনা বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-চীন প্রদর্শনীর আয়োজন করা হয়েছে : বাণিজ্য উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ