চার দেশের রাষ্ট্রদূত ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ভাসানচর পরিদর্শন

প্রথম পাতা » চট্টগ্রাম » চার দেশের রাষ্ট্রদূত ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ভাসানচর পরিদর্শন
শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩



চার দেশের রাষ্ট্রদূত ও উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের ভাসানচর পরিদর্শন

ঢাকায় নিযুক্ত চারটি দেশের রাষ্ট্রদূত, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল আজ শুক্রবার হাতিয়ার ভাসানচর পরিদর্শন করেছেন।
ভাসানচরে বসবাসরত রোহিঙ্গাদের জীবন-মানের সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত হেরু হারতান্তো সুবোলো, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস, জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের প্রতিনিধি জোহানেস ভ্যান ডার ক্লাউ, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অফিসার-ইনচার্জ সিমোন পার্চমেন্ট শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে হেলিকপ্টারে ভাসানচর পৌঁছান।
একই সময়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়ার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটিও হাতিয়ার ভাসানচরে পৌঁছে।
প্রতিনিধি দলে ছিলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন, দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সালাহউদ্দিন, মহাপরিচালক (প্রশাসন) মো. আহসান কিবরিয়া সিদ্দিকি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের একান্ত সচিব মো. কায়ছারুল ইসলাম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৯ মোহাম্মদ নাজমুল হক ও পরিচালক-১৪ ডা. মোহাম্মদ মহিবুল হাসান।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বাসস’কে এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত রাষ্ট্রদূতরাসহ প্রতিনিধি দলটি সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
রাষ্ট্রদূতরা এ সময় ভাসানচরের বিভিন্ন ওয়্যার হাউজে বসবাসরত রোহিঙ্গাদের সঙ্গে তাদের সুযোগ-সুবিধা, জীবনযাত্রার মানসহ নানা বিষয় নিয়ে কথা বলেন। ভাসানচর পরিদর্শন শেষে দুপুর সাড়ে ৩টার দিকে কূটনীতিকরা এবং প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে ভাসানচর ছাড়েন।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:২৭   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


প্রবাসীকে আনতে গিয়ে একই পরিবারের ৭ জন নিহত
সাংবাদিকদের বিএনপির নয়, দেশ ও জনগণের হতে হবে : আমীর খসরু
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
চট্টগ্রামে সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার
পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনমান উন্নয়ন নিশ্চিত করতে চাই -পার্বত্য উপদেষ্টা
স্বাধীনতার দুশমনদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই : মামুনুল হক
প্রাকৃতিক পরিবেশের সুরক্ষায় বন বিভাগকে আরও দায়িত্বশীল হতে হবে : পার্বত্য উপদেষ্টা
মাদরাসাপড়ুয়া ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা রিকশাচালকের, অতঃপর…
চট্টগ্রাম বিমানবন্দরে ২ যাত্রীর ব্যাগেজে মিলল সিগারেট ও নিষিদ্ধ ক্রিম
জুলাই অভ্যুত্থানে চট্টগ্রাম ছিল বিপ্লবের দুর্গ : প্রধান উপদেষ্টার প্রেস সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ