প্রকৃত ইসলাম ধর্ম প্রচারে কওমী মাদ্রাসা অন্যতম: ধর্ম প্রতিমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » প্রকৃত ইসলাম ধর্ম প্রচারে কওমী মাদ্রাসা অন্যতম: ধর্ম প্রতিমন্ত্রী
শনিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৩



প্রকৃত ইসলাম ধর্ম প্রচারে কওমী মাদ্রাসা অন্যতম: ধর্ম প্রতিমন্ত্রী

প্রকৃত ইসলাম ধর্ম প্রচারে কওমী মাদ্রাসা অন্যতম বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ জন্য কওমী মাদ্রাসার সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ রাখতে নির্দেশনা দিয়েছেন। আর আলিয়া মাদ্রাসা যেটা আছে, সেটা তো সরকারিভাবেই চলছে।

শুক্রবার বিকালে মাদারীপুরের শিবচরের বাহাদুরপুর ময়দানে ৭৮তম বার্ষিক মাহফিলে প্রধান অতিথি হিসেবে এ কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী আরো বলেন, ‘বেদাতকে দূর করে দিয়ে শরীয়ত সম্মত কাজের জন্য আল্লাহপাক পাঠিয়েছেন হাজী শরিয়ত উল্লালকে (রহ.)। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার আগমনে পৃথিবী আলোকিত হয়েছে, দূর হয়েছে অন্ধকার। এমন মানুষের আবারও দরকার। তাহলে ধর্মের নামে কেউ মূর্খতা ছড়াতে পারবে না।’

বৃটিশবিরোধী আন্দোলনের অগ্রদূত, শাইখুল ইসলাম হযরত হাজী শরীয়াতুল্লাহ আলাইহের স্মৃতি বিজড়িত বাহাদুরপুর ময়দানে মাহফিলের শেষ দিন শুক্রবার লাখো মুসল্লির সমাবেশ ঘটে। জুমার নামাজের জামাতে আস্তানার কয়েক কিলোমিটার জুড়ে হাজার হাজার ধর্মপ্রান মুসল্লি অংশ নেন।

মাহফিল পরিচালনা করেন হাজী শরিয়ত উল্লাহ (রহ) এর সপ্তম পুরুষ, বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের সভাপতি আলহাজ¦ হযরত মাওলান আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান পীর সাহেব।

এছাড়াও মুসল্লীদের ভীড় মাঠ পেরিয়ে আশেপাশের ঘর-বাড়ি রাস্তা ঘাট এমন কি বাজারসহ সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। রাতে দেশ-জাতীর শান্তি-সমৃদ্ধি কামনা করে আখেরী মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। দেশ-বিদেশের মুসল্লীরা জমায়েতে অংশ নিয়েছেন। জুমার নামাজ শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

এসময় আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ আ. লতিফ মোল্লা, পৌর মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ¦ মো. শাজাহান মোল্লা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৩১:০৪   ৩৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
হাদিকে গুলিবর্ষণে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি সিলেট বিএনপির
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউট উদ্বোধন
আপনাদের ষড়যন্ত্র কোনদিন কামিয়াব হবে না: মাসুদুজ্জামান
গোল বিতর্কে রূপগঞ্জে সংঘর্ষ, আহত ৫
বন্দরে নারীসহ ৪ পলাতক আসামি গ্রেপ্তার
আড়াইহাজারে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
বেগম খালেদা জিয়া এই বাংলাদেশের অমূল্য রত্ন: মান্নান
অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমাতে জানুয়ারিতে সচেতনতামূলক কর্মসূচি
মেগা প্রকল্প নয়, মানুষের মৌলিক চাহিদা পূরণে দৃষ্টি দিতে হবে: পরিবেশ উপদেষ্টা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ