সরিষাবাড়ীতে প্রশাসনের অব্যবস্থাপনায় শহীদ মিনারে জুতা নিয়ে দৌড়াদৌড়ি ও তোড়া নিয়ে কাড়াকাড়ি

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে প্রশাসনের অব্যবস্থাপনায় শহীদ মিনারে জুতা নিয়ে দৌড়াদৌড়ি ও তোড়া নিয়ে কাড়াকাড়ি
মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে প্রশাসনের অব্যবস্থাপনায় শহীদ মিনারে জুতা নিয়ে দৌড়াদৌড়ি ও তোড়া নিয়ে কাড়াকাড়ি

ইসমাইল হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের অব্যবস্থাপনার কারণে শিশুরা জুতা পায়ে শহীদ মিনারে দৌড়াদৌড়ি ও শ্রদ্ধাঞ্জলি নিয়ে কাড়াকাড়ির ঘটনা ঘটেছে। এ ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ায় মুক্তিযোদ্ধা সহ সর্বস্তরের মানুষের মনে চাপা ক্ষোভ ও সমালোচনার ঝড় বইছে।

আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য সরকারি বেসরকারি ,রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ প্রভাত ফেরীতে স্বতঃস্ফূর্তভাবে সকল ভাষা সৈনিক ও ভাষার শহীদদের প্রতি পৌর এলাকার গণ ময়দান মাঠে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে গণ ময়দান মাঠে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠান চলাকালীন সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শহীদদের প্রতি অর্পিত শ্রদ্ধাঞ্জলি কাড়াকাড়ি করে নিয়ে যায়। এসময় বিষয়টি স্থানীয় সংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার নজরে পড়লে পুলিশ প্রশাসনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বলেন। পরে শহীদ মিনার হতে তুলে নিয়ে যাওয়া শ্রদ্ধাঞ্জলিগুলো উদ্ধার করে শহীদ মিনারে রেখে দেওয়া হয়।

এদিকে সরিষাবাড়ী সরকারী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ আ: রউফ জানান, শুধু দু:খ প্রকাশ করলে কি হয়? নিশ্চয়ই কাউকে বা কোন কমিটিকে দায়িত্ব দেওয়া ছিল। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। শহীদ মিনার এবং স্মৃতি সৌধের পবিত্রতা রক্ষা করা একান্ত আবশ্যক। নইলে জাতি বিবেকের কাছে অপরাধী থাকবে।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, শিশুরা ফুলের তোড়াগুলো কাড়াকাড়ি করে নিয়ে গেলে পুলিশ তৎক্ষণাৎ উদ্ধার করে শহীদ মিনারে রেখে দেন।

এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বলেন,শহীদ মিনার একটি আবেগী জায়গা এবং এর সাথে আমাদের রক্তের সম্পর্ক। শিশুরা ভুল করতেই পারে কিন্তু দায়িত্বের ব্যাপারে আমাদের আরও সচেতন হওয়া উচিত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা জানান এটি একটি দুঃখজনক এবং বিচ্ছিন্ন ঘটনা। এটি আমাদের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথেই আমরা ব্যবস্থা নিয়েছি।

বাংলাদেশ সময়: ১৮:৩৫:৩০   ৩০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


উন্নয়ন প্রকল্পে অচলাবস্থা, তালিকা জমা না দেওয়ায় চরপুটিমারীর উন্নয়ন স্থবির
রাজশাহীতে বিচারকের ছেলে হত্যা, সরিষাবাড়ীতে শোক, ঘাতকের শাস্তি দাবি
ভোলার গ্যাস দিয়েই নতুন সার কারখানা স্থাপন করা হবে : শিল্প উপদেষ্টা
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম অচলাবস্থা নিরসনে বিলে ট্রাম্পের স্বাক্ষর
আইরিশদের কাছে পরাস্ত পর্তুগাল, প্রথম লাল পেলেন রোনালদো
নারীদের বাদ দিয়ে উন্নয়নের চিন্তা করা ভুল : সেনাপ্রধান
জাতিসংঘের অভিযোগ প্রত্যাখান করে কপ৩০ সম্মেলনে নিরাপত্তা বাড়াল ব্রাজিল
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সৌদি তাকামলের মধ্যে বৈঠক অনুষ্ঠিত
প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ