সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা পরিবারকে ভিটেমাটি ছাড়া করার অপচেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা পরিবারকে ভিটেমাটি ছাড়া করার অপচেষ্টা
বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩



সরিষাবাড়ীতে মুক্তিযোদ্ধা পরিবারকে ভিটেমাটি ছাড়া করার অপচেষ্টা

ইসমাইল হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি : জামালপুরে সরিষাবাড়ীতে বীর মুক্তিযোদ্ধা এক পরিবারকে ভিটেমাটি ছাড়া করার অভিযোগ উঠেছে তার সহোদর ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনা ঘটেছে উপজেলার ভাটারা ইউনিয়নের বারইপটল গ্রামে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার(২১ ফেব্রুয়ারি) সকালে ৯৯৯ এ কল করে সহায়তা চায় এ পরিবার। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে এবং আইনি সহায়তা দেয়।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, ২০০৭ সালে বীর মুক্তিযোদ্ধা এস এম আবু বক্কর সিদ্দিক ওরফে বাদল ফকির ইন্তেকাল করেন। এরপর দুই মেয়েকে নিয়ে মুক্তিযোদ্ধার স্ত্রী শিউলি বেগম স্বামীর বাড়ীতেই বসবাস করে আসছিলেন।

এদিকে মৃত বীর মুক্তিযোদ্ধা বাদল ফকিরের সহোদর ভাই সৈকত ফকির ও তার পরিবার অসহায় এ পরিবারের উপর নানানভাবে অত্যাচার শুরু করে। অবশেষে সইতে না পেরে ৪ বছর পূর্বে জামালপুর সদর উপজেলা ছোনটিয়া এলাকায় বড় মেয়ের জামাতা হারুন অর রশিদের বাড়ীতে আশ্রয় নেন এবং সেখানেই ছোট মেয়েকে নিয়ে বসবাস শুরু করেন শিউলি বেগম। এ সুযোগে বীর মুক্তিযোদ্ধা বাদল ফকিরের জমিজমা সহ বাড়ীঘর হাতিয়ে নেওয়ার অপচেষ্টায় থাকে সৈকত ফকির।

শিউলি বেগম জানান, মাঝে মধ্যে যদিও সে বাড়িতে আসতো, তাকে ঘরে ঢুকতে দিতো না। তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ শারিরীক ও মানসিক ভাবে নির্যাতন করে বাড়ী থেকে তাড়িয়ে দিতো।

এমতাবস্থায় গত মঙ্গলবার সকালে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী শিউলি বেগম সংবাদ পান তাদের ঘরবাড়ি ভেঙ্গে জায়গা দখল করে নিচ্ছে সৈকত ফকির। পরে তিনি মেয়েদের সাথে নিয়ে বারইপটল বাড়ীতে আসেন।
তাদের দেখে অত্যাচারী স্বার্থন্বেষী সৈকত ফকির আরো উত্তেজিত হয়ে উঠেন এবং বাড়ীর আঙিনায় তাদের প্রবেশ করতে দেন না।

এক পর্যায়ে নিরুপায় হয়েই মুক্তিযোদ্ধার পরিবার ৯৯৯ এ কল করে সহায়তা চান। পরে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনার সত্যতা জানতে পারে।

এ ব্যাপারে অভিযুক্ত সৈকত ফকির বলেন,দীর্ঘদিন ধরে শিউলী বেগম ও তার সন্তানেরা বাড়ী ঘরে আসেন না। তাছাড়া এ বাড়ীতে তাদের কোন অংশ নেই।

এদিকে এলাকাবাসী জানান, এ পরিবারটি খুবই অসহায়। তাদের সম্পত্তি জবর-দখল করে নেওয়ার অপচেষ্টায় সৈকত ফকির বিভিন্ন সময় তাদের উপর অত্যাচার করেছে। তাই আজ তারা ভিটেমাটি ছাড়া।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল কাদের জানান, মুক্তিযোদ্ধা পরিবারের বসতঘরসহ জমিজমা জবর-দখল করে নেওয়া হচ্ছে মর্মে ৯৯৯ থেকে থানায় ফোন আসে। পরে ঘটনাস্থলে গিয়ে ওই মুক্তিযোদ্ধা পরিবারকে আইনি সহায়তার মাধ্যমে উদ্ধার করি।

বাংলাদেশ সময়: ১৮:১৫:৫৯   ২৮৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফিটনেসবিহীন গাড়ি যাতে রাস্তায় না চলে তা নিশ্চিত করা হবে: ডিসি
সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন
রাজশাহীতে আরএমপির মাসিক অপরাধ বিষয়ক পর্যালোচনা সভা
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা
বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ গেল আরও ৬০ ফিলিস্তিনির
ভারত-পাকিস্তান সংঘাত পারমাণবিক যুদ্ধে গড়াতে পারত: হোয়াইট হাউস
একাধিক ধাপে ব্যবস্থা গ্রহণে চালের বাজার স্থিতিশীল : খাদ্য উপদেষ্টা
বঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ
অসংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ