সুনামগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, পৃথক ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, পৃথক ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩



সুনামগঞ্জে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড, পৃথক ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন

সুনামগঞ্জে স্ত্রীকে যৌতুকের জন্য নির্যাতন করে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড ও পৃথক ধর্ষণ মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনাল।

মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জাকির হোসেন এ রায় দেন।

স্ত্রী হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিনয় রায় ও ধর্ষণ মামলায় সমছু মিয়া ও আবিদ হোসেন রিমনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালে সুনামগঞ্জের মধ্যেনগর উপজেলার বিনয় রায়ের সঙ্গে বিবাহ হয় ময়না রায়ের। বিয়ের পর থেকেই বিনয় রায় যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন করতে থাকে। ২০১৪ সালের জুলাইর ৩০ তারিখে যৌতুকের জন্য স্ত্রীতে আবার ব্যাপক মারপিট করলে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই স্ত্রীর মৃত্যু। এ ঘটনায় তার বোন বাদী মামলায় দায়ের করেন। মামলার দীর্ঘ বিচারকার্য শেষে আসামি বিনয় রায়কে মৃত্যুদণ্ড দেন আদালত। এসময় আসামি বিনয় রায় আদালত উপস্থিত ছিলেন।

এদিকে একই সময় আদালত ধর্ষণের অভিযোগে আরো দুটি পৃথক মামলায় ২ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন একি আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ ফেব্রুয়ারির ২৩ তারিখে আসামি আবিদ হোসেন রিমন ৮ বছরের এক শিশুকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে আহত অবস্থায় ফেলে যায়। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে আদালত বিচারকার্য শেষে আসামি আবিদ হোসেন রিমনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

একইভাবে দোয়ারাবাজার উপজেলায় ২০১৪ সালে মা-মেয়ে বাড়িতে ফেরার সময় সন্ধ্যায় জোরপূর্বক ধর্ষণের মামলায় আসামি সমছু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেন একই আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর নান্টু রায় আদালতে আজ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। অপরাধ করে পার পাওয়া যায়না। দৃষ্টান্তমূলক এ রায়ের ফলে ধর্ষণের ঘটনা কমে আসবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:১১:৫৫   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আজকের রাশিফল
আল কোরআন ও আল হাদিস
স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে জাইকার উপদেষ্টা কমিটির বৈঠক
ঢাকা পৌঁছেছেন ভারতের পররাষ্ট্র সচিব
তথ্য অধিকার আইনের আওতায় গণমাধ্যমের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
স্মার্ট বাংলাদেশের ভিত্তি মানসম্মত প্রাথমিক শিক্ষা : রুমানা আলী এমপি
মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতি দেশের অর্থনীতিতে প্রভাব ফেলতে পারে : প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসনে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ-মিশর সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক অনুষ্ঠিত
বাঙ্গালির আত্মপরিচয় ও আত্মবোধের বিকাশের মূলেই রয়েছে রবীন্দ্রনাথ ও বঙ্গবন্ধুর নিবিড় সম্পর্ক - স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ