গুণী ব্যক্তিদের সম্মান না করলে গুণী তৈরি হয় না : সেনাপ্রধান

প্রথম পাতা » ছবি গ্যালারী » গুণী ব্যক্তিদের সম্মান না করলে গুণী তৈরি হয় না : সেনাপ্রধান
বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩



গুণী ব্যক্তিদের সম্মান না করলে গুণী তৈরি হয় না : সেনাপ্রধান

সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, গুণী ব্যক্তিদের গুণগান না গাইলে, সম্মান না করলে গুণী তৈরি হয় না। যে বীররা আমাদের জন্য জীবন উৎসর্গ করে গেছেন তাদেরকে আমাদের মনে রাখতে হবে।

বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে নির্মিত ‘আস্থানীড়’ প্রকল্পের ১৫টি ফ্ল্যাট হস্তান্তর শেষে তিনি এসব কথা বলেন। সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় দেশে ও জাতিসংঘ মিশনে দায়িত্ব পালনকালে জীবন উৎস্বর্গকারী সেনাদের পরিবারের মাঝে এসব ফ্ল্যাট হস্তান্তর করা হয়।

এ সময় তিনি বলেন, যখন মানুষ ভালো কাজের প্রতিদান পাবে, তখন তারা অবশ্যই ভালো কাজে উৎসাহিত হবে বলে আমরা গভীরভাবে বিশ্বাস করি।

সেনাপ্রধান বলেন, সেনাবাহিনীর চাকরিকে আমরা চাকরি বলি না। এটাকে আমরা জীবনযাত্রা বলি। সেনাবাহিনীতে আমরা যখন যোগদান করি তখন জীবন উৎসর্গ করার ব্রত নিয়েই যোগদান করি।

তিনি আরও বলেন, যারা দেশের জন্য, আমাদের প্রতিষ্ঠানের জন্য প্রাণ উৎসর্গ করবে তাদের জন্য অবশ্যই আমাদের কিছু করতে হবে। আমাদের সীমাবদ্ধতার ভেতর থেকেও আমরা সবসময় চেষ্টা করি কর্তব্যরত অবস্থায় যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে সর্বাত্মক সহযোগিতা করার। সেখানে আজ একটি নতুন মাত্রা যোগ হয়েছে। আমরা আজ এমন ১৫ পরিবারকে সারাজীবনের জন্য একটি করে ফ্ল্যাট হস্তান্তর করতে পেরেছি।

জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, যিনি শহীদ হয়েছেন তিনি আর আসবেন না। আমরা চাই তার পরিবার যেন সুন্দর জীবনযাপন করতে পারে। তার সন্তানরা যেন পড়াশোনা করে মানুষ হতে পারে। একইসঙ্গে তাদের সন্তানরা যেন ভবিষ্যতে তার বাবার অর্জনকেও ছাড়িয়ে যেতে পারে। এমন একটি কাজ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত। আশা করছি আমরা ভবিষ্যতে আরও ভালো কাজ করতে পারব।

এর আগে বিএনসিসির সেন্ট্রাল ক্যাম্পিং ২০২২-২৩ সাভারের বিএনসিসি একাডেমিতে অনুষ্ঠিত সেন্ট্রাল ক্যাম্পিং-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি শ্রেষ্ঠ ক্যাডেট ও রেজিমেন্টের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬:২৯:৫০   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সোনারগাঁয়ে নেতৃত্বে পরিবর্তন আনা হবে: গিয়াসউদ্দিন
প্রবীণ-ত্যাগী-প্রয়াত বিএনপি নেতাদের পরিবারের পাশে মাসুদুজ্জামান
উন্নয়ন কাজে সমন্বয়হীনতা দেখতে পাচ্ছি: ডিসি
‘নতুন কুঁড়ি’ নতুন প্রজন্মের প্রতিভার বিকাশ ঘটাবে: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা
পৃথক বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা কারো একক দাবি নয় : প্রধান বিচারপতি
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত
সঠিক ভূমি ব্যবস্থাপনা দেশ ও জাতির জন্য অতিব গুরুত্বপূর্ণ : সিনিয়র সচিব
গাজায় ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭০, ক্ষুধা-অপুষ্টিতে মৃত্যু ১১ জনের
ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির শীর্ষ নেতাদের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ