স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনাবাসীকে এগিয়ে আসতে হবে - ডেপুটি স্পীকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনাবাসীকে এগিয়ে আসতে হবে - ডেপুটি স্পীকার
শুক্রবার, ৩ মার্চ ২০২৩



স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনাবাসীকে এগিয়ে আসতে হবে - ডেপুটি স্পীকার

ঢাকা, ০৩ মার্চ, ২০২৩ : বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু বলেন, পাবনাবাসী পৃথিবী এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীব্যাপী জ্ঞানের কেন্দ্রবিন্দু বলে পরিচিত। সে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে পাবনা জেলার বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে আগামী দিনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন বা পৃথিবীব্যাপী পাবনা জেলাকে পৃথিবীর সামনে তুলে ধরবেন সেই সমস্ত ব্যক্তিত্ব এবং ছাত্রদের নিয়ে আজকের এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ প্রদান করেন।

আজ (শুক্রবার) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটরিয়ামে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অব পাবনা (ডুসাপ) আয়োজিত নবীন বরণ ও গুণীজন সম্মাননা-২০২৩ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পীকার বলেন, আপনারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিংবা শিক্ষক। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে এসেছিলাম কিন্তু পারিনি। অতঃপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। পাবনার ছেলে মেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করবে সেরকম সুযোগ তখন ছিলনা।

ডেপুটি স্পীকার আরও বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না হয়েও জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার কারণেই আজ ডেপুটি স্পীকার হতে পেরেছি এবং আপনাদের অনুষ্ঠানে আসতে পেরেছি। সেজন্য আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি বলেন, পাবনা জেলার চরমপন্থী, রাজাকার, আল বদর, আল শামসদের কথা আমাদের প্রজন্মকে স্মরণ করিয়ে দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের সাথে আমাদের কোন বন্ধুত্ব হতে পারেনা। স্বাধীনতার পর থেকে পাবনা জেলায় শিক্ষার প্রসার ঘটেছে। পাবনা জেলার সকল ছাত্রছাত্রীদের নিয়ে ছাত্র সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অব পাবনা (ডুসাপ) গঠন করা হয়েছে। আমি এ সংগঠনের সাফল্য কামনা করছি।

ডেপুটি স্পীকার বলেন, শেখ হাসিনা আমাদের পাবনাকে সম্মানিত করেছেন। সুতরাং বাংলাদেশকে আমাদের কিছু দিতে হবে। স্মার্ট বাংলাদেশ গড়তে পাবনা জেলাকে এগিয়ে আসতে হবে। মাদক সেবীদের ঘৃনা করতে হবে। মাদকের আগ্রাসন থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হবে। ছাত্র-শিক্ষক সম্পর্ক উন্নয়নে ছাত্র-শিক্ষক-অভিভাবক কাউন্সিলিং জোরদার করতে হবে। ছাত্রছাত্রীদের শিক্ষিত কারিগর হিসেবে গড়ে উঠতে হবে। পাবনাবাসী বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমি এই আশা পোষণ করছি।

ডুসাপ কর্তৃক আয়োজিত নবীন বরণ ও গুণীজন সম্মাননা-২০২৩ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ড. মোঃ হাসিবুর রশীদ, উপাচার্য, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর, অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক, উপাচার্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, অধ্যাপক ড. খন্দকার মোকাদ্দেস হোসেন, উপ-উপচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালস, মুস্তাক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক। সভাপতিত্ব করেন মোঃ খাদেমুল ইসলাম ডুসাপ এবং সঞ্চালনা করেন মোঃ রাউল সরকার, সাধারণ সম্পাদক ডুসাপ। এছাড়া, উক্ত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ও অধ্যয়নরত পাবনা জেলার শিক্ষক, ছাত্রছাত্রীবৃন্দ এবং গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৩১:০৭   ২৪০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্টের দোসররা প্রশাসনে ঘাপটি মেরে আছে: জামায়াত সেক্রেটারি
১৫ শতাংশ কমিয়ে বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক ২০ শতাংশ
বিতর্ক দিয়ে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা
মাইলস্টোন ট্র্যাজেডি: নিহতদের স্মরণে শোক বইতে স্বাক্ষর মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীর
সবচেয়ে কম বয়সে পদক জিতে স্কুলছাত্রীর বিশ্বরেকর্ড
দক্ষিণপন্থা জুজুর ভয় দেখিয়ে জনগণকে বোকা বানানো যাবে না: নাসীরুদ্দীন
সুলতানগঞ্জ নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন উপদেষ্টা
ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিলো স্লোভেনিয়া
রাত পেরিয়ে সকালেও শাহবাগে ‘জুলাই যোদ্ধাদের’ অবস্থান
কোথায় আছেন শামীম ওসমানের পি,এ বরিশালের মান্না

News 2 Narayanganj News Archive

আর্কাইভ