গত বছর অনেক ভাল হজ ব্যবস্থাপনা হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

প্রথম পাতা » গোপালগঞ্জ » গত বছর অনেক ভাল হজ ব্যবস্থাপনা হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী
বুধবার, ৮ মার্চ ২০২৩



গত বছর অনেক ভাল হজ ব্যবস্থাপনা হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী গত বছরের মতো এ বছরও সুষ্ঠু ও সুন্দরভাবে হজ ব্যবস্থাপনায় কাজ করে যাব।
তিনি বলেন, গত বছর হজ্বের ব্যাপারে সাংবাদিকরা ভাল বা মন্দ কিছুই বলেননি। তাই আমরা বলতে পারি, গত বছর অনেক ভাল হজ্বের ব্যবস্থাপনা হয়েছে।
তিনি আরো বলেন, যারা হজ্ব করেছেন তারা বলেছেন গত বছরের মত হজ্ব ব্যবস্থাপনা অতীতে হয়নি। জানি না এ বছর কি হবে, তবে গত বছরের মত হজ ব্যবস্থাপনায় কাজ করতে পারলে এ বছরের হজ ব্যবস্থাপনা আরো ভাল হবে।
ফরিদুল হক খান আজ দুপুরে জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন।
দ্রব্যমূল্য বৃদ্ধি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। তবে রোজা বা পূজা আসলে দাম না বাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তারপরও কিছু অসাধু ব্যবসায়ী বিভিন্ন সময় সুযোগ খুঁজে নেন এবং দ্রব্যেমূল্য বৃদ্ধি করে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কাজ করছেন বলেও জানান তিনি।
এর আগে ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
পরে প্রতিমন্ত্রী হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান।
এ সময় মনোরঞ্জন শীল গোপাল এমপি, অধ্যাপক অসীম সরকার সহ হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৮:২৬   ১৫৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

গোপালগঞ্জ’র আরও খবর


জাতির পিতার সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্যের শ্রদ্ধা
তাপদাহ: কৃষকদের পাশে গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস
বঙ্গবন্ধুর সমাধিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালকের শ্রদ্ধা
জাতির পিতার সমাধিতে চীনা রাষ্ট্রদূতের শ্রদ্ধা
জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে ২৫ তম বিসিএস ফোরামের শ্রদ্ধা
জাতির পিতার সমাধিতে রেলওয়ের নবনিযুক্ত মহাপরিচালকের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যান
বঙ্গবন্ধুর সমাধিতে অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশী হাইকমিশনারের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে ফায়ার সার্ভিসের মহাপরিচালকের শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা মহাপরিচালকের শ্রদ্ধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ