ডর্টমুন্ডকে হারিয়ে শেষ আটে চেলসি

প্রথম পাতা » খেলাধুলা » ডর্টমুন্ডকে হারিয়ে শেষ আটে চেলসি
বুধবার, ৮ মার্চ ২০২৩



ডর্টমুন্ডকে হারিয়ে শেষ আটে চেলসি

শেষ ষোলোর দ্বিতীয় লেগে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট নিশ্চিত করেছে ইংলিশ ক্লাব চেলসি।
গত রাতে দ্বিতীয় লেগে চেলসি ২-০ গোলে হারায় বরুশিয়াকে। প্রথম লেগে বরুশিয়া ১-০ গোলে হারিয়েছিলো চেলসিকে। ফলে দুই লেগ মিলিয়ে ২-১ গোলে এগিয়ে থেকে শেষ আটের টিকিট পায় চেলসি।
নিজেদের মাঠ স্টামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল চেলসি। ১০ মিনিটের মধ্যে তিনটি গোল করার সুযোগ পায় তারা। গোলের দেখা না পেলেও, হতাশ হয়নি চেলসি। নিজেদের আক্রমনাত্মক পরিকল্পনা ধরে রেখে ৪৩ মিনিটে প্রথম গোল পেয়ে যায় চেলসি। বরুশিয়ার পেনাল্টি বক্স থেকে তীব্র শটে গোল আদায় করে দেন চেলসির ইংলিশ ফরোয়ার্ড রাহিম স্টার্লিং। ১-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে চেলসি।
দ্বিতীয়ার্ধের কিছুক্ষণের মধ্যে গোলের ব্যবধান দ্বিগুন করে ফেলে চেলসি। চেলসির বেন চিলওয়েলের ক্রস বরুশিয়ার মারিউস উলফের হাতে লাগলে ভিএআরের সহায়তায় পেনাল্টি দেন রেফারি। পেনাল্টি থেকে শট নেন কাই হাভার্টজ। তার শট বরুশিয়ার পোস্টে লাগে। ঐ শট নেওয়ার আগে ডর্টমুন্ড খেলোয়াড়রা বক্সে প্রবেশ করলে আবার পেনাল্টি শট পায় চেলসি। এবার আর ভুল করেননি হাভার্টজ। বলকে জালে পাঠান তিনি। ২-০ গোলে এগিয়ে যায় চেলসি।
দ্বিগুন ব্যবধানে পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে তেঁতে উঠে বরুশিয়া। রীতিমতো আক্রমনের ঝড় তুলে তারা। শেষ পর্যন্ত কাঙ্খিত গোলের দেখা পায়নি বরুশিয়া। দুই লেগ মিলিয়ে শেষ আট নিশ্চিত করে চেলসি।

বাংলাদেশ সময়: ২৩:২৫:০৬   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ডি ভিলিয়ার্সের ব্যাটিং ঝড়ে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা
কোপায় কলম্বিয়াকে উড়িয়ে ব্রাজিলের নবম শিরোপা জয়, টানা পঞ্চম
শেষ ওভারের রোমাঞ্চে ৬ ম্যাচ পর জয় পেল উইন্ডিজ
মেসির চোটে পড়ার ম্যাচে টাইব্রেকারে জিতল মায়ামি
ফরিদপুরে দর্শক মাতালো এমএ আজিজ গোল্ডকাপ
টাইব্রেকারে রুদ্ধশ্বাস জয়ে কোপা আমেরিকার তৃতীয় স্থান আর্জেন্টিনার
গামিনিকে সরিয়ে মিরপুরে স্পোর্টিং উইকেটের আভাস ফাহিমের
জিম্বাবুয়েকে উড়িয়ে ফাইনালে টাইগার যুবারা
বিতর্ক দিয়ে শেষ হলো জাতীয় বক্সিং প্রতিযোগিতা
সবচেয়ে কম বয়সে পদক জিতে স্কুলছাত্রীর বিশ্বরেকর্ড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ