বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী সুইট গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী সুইট গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩



বিদেশি পিস্তলসহ শীর্ষ সন্ত্রাসী সুইট গ্রেপ্তার

রাজশাহীতে একটি বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল ছাড়াও একটি ম্যাগজিন, একটি টিপ চাকু এবং এক গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল বুধবার (৮ মার্চ) রাত ১১টার দিকে উপর ভদ্রা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত সারোয়ার জামান ওরফে সুইট (৩৪) রাজশাহী মহানগরীর ওপর ভদ্রা এলাকার বাসিন্দা।

লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার জানান, গ্রেপ্তারকৃত সুইট একজন শীর্ষ সন্ত্রাসী। তার নামে ডাকাতি, অস্ত্র, অপহরণ, মাদক, চোরাই মামলা ক্রয়-বিক্রয়সহ বিভিন্ন ধরনের ১৩টি মামলা রয়েছে। এলাকার লোকজন সুইটের কর্মকাণ্ডে অতিষ্ঠ। তারা সবসময় ভীত-সন্ত্রস্ত থাকেন।

তিনি আরও জানান, বুধবার রাতে সুইটকে বাড়ি থেকেই গ্রেপ্তার করা হয়। পরে নগরীর বোয়ালিয়া থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৩৩:৪৩   ১৩৩ বার পঠিত